রোহিত-ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ১৫২-৫ (২০ ওভার), ভারত ১৫৩-১ (১৭.৫ ওভার)

Must read

দুবাই, ২০ অক্টোবর : দুইয়ে দুই। বিশ্বকাপের আগে ভারতের দুই প্রস্তুতি ম্যাচে পরপর উড়ে গেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এতে একটা বার্তা গেল বাবর আজমদের কাছে। এটাই যে, ২৪’শের ম্যাচে সাবধান!
রবিবারের এই ম্যাচ দিয়ে এবারের টি-২০ বিশ্বকাপে যাত্রা শুরু করবে এই ভারত ও পাকিস্তান। আগের ম্যাচে ইংল্যান্ড তাও ভারতীয় বোলারদের কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। বুধবার তা হয়নি। এদিন শুরু থেকে দাপট দেখালেন অশ্বিন, জাদেজা, চাহার। এই ত্রিফলা আক্রমণ থেকে বেরোতে পারেননি ওয়ার্নার-ফিঞ্চ-মার্শ। কিন্তু ছোট ফরম্যাটের ক্রিকেটে দেড়শো রান নিয়েও লড়া যায়। তবে রোহিত,রাহুল, সূর্যদের জন্য অস্ট্রেলিয়া সেই সুযোগ পায়নি। একপেশে ম্যাচে ৯ উইকেটে হারল তারা। রোহিত প্রথম ম্যাচে খেলেননি।

এদিন খেলে বুঝিয়ে দিলেন, তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুত। স্টার্ক-কামিন্সরা কেউ তাঁর সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি। বিরাট, বুমরা, শামিদের বিশ্রামে রেখে এদিন মাঠে নেমেছিল ভারত। রোহিত-রাহুল শুরুতে আসায় একটা ব্যাপার পরিষ্কার, পাক ম্যাচেও এঁরাই ওপেনার। তিনে বিরাট। তিনি এদিন না খেলায় তিনে এসে সূর্য কুমার যাদব ৩৪ নট আউট। রোহিত ৪১ বলে ৬০ রান করে নিজেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। তাঁর বদলে নামা হার্দিক পান্ডিয়া নট আউট থেকে যান ১৪ রানে। ইশান কিশান নামার সুযোগ পাননি। ১৩ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিয়েছে ভারত।

আরও পড়ুন : আইএসএলের মহড়ায় ইস্টবেঙ্গল জিতল

১১ রানে তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন প্রবল চাপে, তখন এটাই সবার মাথায় ঘুরছিল যে ফিঞ্চের এই দল টি-২০ বিশ্বকাপে কতদূর যাবে! আইপিএল থেকে যে দুঃসপ্নের ফর্ম ডেভিড ওয়ার্নারকে তাড়া করছে, সেটা এই প্রস্তুতি ম্যাচেও অটুট থাকল। ওয়ার্নার অশ্বিনের বলে এলবি হয়ে গেলেন ১ রানে। দলের রান ৬। পরের বলেই মিচেল মার্শের (০) ক্যাচ নিলেন রোহিত। বোলার সেই অশ্বিন। পাঁচ রান যোগ হতেই অ্যারন ফিঞ্চও (৮) রবীন্দ্র জাদেজার শিকার হলেন এলবি হয়ে। এরপরও অস্ট্রেলিয়া যে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫২ রান তুলতে পেরেছে, সেটা স্টিভ স্মিথের জন্য। তিনি ৪৮ বলে ৫৭ রান করেছেন।

অফস্পিনার অশ্বিনের টি-২০ বিশ্বকাপ দলে থাকা নিয়ে অনেক কথা উঠেছে। বিরাট কিন্তু বলেছিলেন, সাদা বলে অশ্বিনের পারফরম্যান্সই তাঁকে বিশ্বকাপে নিয়ে এসেছে। বুধবার আইসিসি অ্যাকাডেমি মাঠে অশ্বিনের হাতে নতুন বল তুলে দেন রোহিত। আর প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে পরপর ওয়ার্নার ও মার্শকে ফিরিয়ে অশ্বিন বোঝালেন, বিশ্বকাপে ডাক পেয়ে তিনি সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। অশ্বিন অবশ্য দুই ওভারের বেশি বল করার সুযোগ পাননি। এদিন প্রস্তুতি ম্যাচে ভারতের সাতজন বোলার হাত ঘোরালেন, আর তারমধ্যে বিরাট কোহলিও দু’ওভার বল করে গেলেন ১২ রান দিয়ে। ভুবনেশ্বর কুমার ও জাদেজা চার ওভার বল করেছেন। বাকিরা কমবেশি দু-তিন ওভার করে হাত ঘুরিয়েছেন। কিন্তু এই ম্যাচেও বল করতে দেখা গেল না হার্দিককে। তাহলে তিনি বিশ্বকাপে বল করবেন? প্রশ্ন থেকেই গেল। অস্ট্রেলিয়ার ইনিংসে স্মিথ ছাড়া রান পেয়েছেন ম্যাক্সওয়েল (৩৭) ও মার্কাস স্টয়নিস (৪১)। বাকিরা সবাই ব্যার্থ।

Latest article