ডাম্বুলা: এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শনিবার ডাম্বুলায় দ্বিতীয় টি২০-তে ভারতকে ম্যাচ ও সিরিজ জেতাতে বড় ভূমিকা নিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Cricketer Harmanpreet Kaur)। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে শ্রীলঙ্কার রান তাড়া করে দলকে জেতালেন হরমন। বল হাতেও নিলেন উইকেট। মিতালি রাজের অবসরের পর সীমিত ওভারের ক্রিকেটে নতুন পরীক্ষায় বসতে হয়েছে অধিনায়ক হরমনকে। নিজে পারফর্ম করে এবং দলকে টি-২০ সিরিজ জিতিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের আস্থার মর্যাদা রাখলেন ভারত অধিনায়ক।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কা এদিন দাপটে শুরু করেছিল। ওপেনিং জুটিতেই ওঠে ৮৭ রান। এর পর পূজা বস্ত্রকার লঙ্কা ওপেনার আথাপাথুকে ফিরিয়ে দিতেই ভারত ম্যাচের রাশ নিয়ে নেয়। দীপ্তি শর্মা, রাধা যাদব, হরমনপ্রীত, রেণুকা সিংরা আঁটসাঁট বোলিং করে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে রাখেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। দীপ্তি শর্মা নেন ২ উইকেট। রেণুকা, হরমনপ্রীত, রাধা, পূজাদের ঝুলিতে একটি করে উইকেট।
আরও পড়ুন: হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি: বজরং
জবাবে শুরুটা ভালই করে ভারত। স্মৃতি মান্ধানা ৩৯ রান করেন। কিন্তু মাঝের ওভারগুলিতে দ্রুত কয়েকটি উইকেট হারায় দল। প্রথম ম্যাচ জেতানো জেমাইমা রদ্রিগেজ এদিন রান পাননি। শেফালি, মেঘনা, যস্তিকারা ভরসা দিতে পারেননি। তবে চার নম্বরে নেমে ঠান্ডা মাথায় শেষ ওভারে দলকে জয় এনে দেন হরমনপ্রীত (Cricketer Harmanpreet Kaur)। অপরাজিত থাকেন ৩১ রানে। দীপ্তি অপরাজিত ৫ রানে। অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হন হরমন। সোমবার সিরিজের শেষ টি-২০। অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘‘এই পিচে ব্যাট করা সহজ নয়। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলে পরিস্থিতি সামলেছি।” সেই সঙ্গে মিতালি রাজকে (২৩৬৪ রান) টপকে আন্তর্জাতিক টি-২০তে ভারতের সর্বাধিক রান সংগ্রাহক হলেন হরমনপ্রীত (২৩৭২ রান)।