চেন্নাই, ১০ ডিসেম্বর : যুব বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। বুধবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে ব্রোঞ্জের দখল নিল পি আর শ্রীজেশের প্রশিক্ষণাধীন দল। এই জয় সেমিফাইনালে জার্মানির কাছে ১-৫ গোলে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে।
তবে ম্যাচের শুরুটা হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে। ৭ মিনিটেই নিকোলাস রডরিগেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি। এর পরেও আর্জেন্টিনার দাপট বজায় ছিল। অন্যদিকে, পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালিয়েও কাজের কাজটি করতে পারছিলেন না ভারতীয়রা। বেশ কিছু পেনাল্টি কর্নার পেলেও গোল আসেনি। বিরতির সময় ০-১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে ভারত।
আরও পড়ুন-ক্রিকেটকেই সবথেকে বেশি ভালবাসি : স্মৃতি
তৃতীয় কোয়ার্টারে ফের গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪৪ মিনিটে শর্ট কর্নার থেকে ২-০ করেন সান্তিয়াগো ফার্নান্ডেজ। কিন্তু দু’গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে ভারত। টানা আক্রমণের ঝড় তুলে চতুর্থ কোয়ার্টারে চার-চারটি গোল তুলে ম্যাচ পকেটে পুরে নেন ভারতীয়রা। ৪৯ মিনিটে অঙ্কিত পালের গোলে ১-২। তিন মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে ২-২ করে দেন মনমিত সিং। এরপর ৫৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ৩-২ করে ম্যাচে প্রথমবার ভারতকে এগিয়ে দিয়েছিলেন শারদা নন্দ তিওয়ারি। ম্যাচের একেবারে অন্তিম সময়ে পেনাল্টি কর্নার থেকে ৪-২ করেন আনমোল এক্কা। খেলোয়াড় জীবনে দু-দু’টি অলিম্পিক ব্রোঞ্জ পদক জিতেছিলেন শ্রীজেশ। এবার কোচ হিসাবে যুব বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন।

