বুদাপেস্ট, ২২ সেপ্টেম্বর : ৪৫তম দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক জোড়া সোনা পেল ভারত। টুর্নামেন্টের দুই বিভাগেই ভারত সোনা জিতেছে।
ভারতের ছেলেরা শক্তিশালী আমেরিকাকে আগেই হারিয়েছিলেন। মেয়েরা দশম রাউন্ডে হারান চিনকে। তখন একটি রাউন্ড বাকি ছিল। ভারতের ছেলেরা ২০ পয়েন্টের মধ্যে ১৯ পয়েন্ট নিয়ে অনেক এগিয়ে ছিলেন। এরপর ছেলেদের খেলা ছিল স্লোভেনিয়ার সঙ্গে। তাদের হারিয়ে সোনা পেল ভারত। মেয়েদের বিভাগে ১৭ পয়েন্ট নিয়ে ভারত একসময়ে কাজাখস্তানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিল। এর পর আজারবাইজানের সঙ্গে তাদের মাস্ট উইন ম্যাচ ছিল। সেই ম্যাচ জিতে মেয়েরাও এদিন সোনা হাসিল করেছেন। তবে অঙ্কের হিসাবে ভারতের ছেলেরা সোনা কার্যত পেয়ে গিয়েছিলেন আগেই। শুধু শেষ ম্যাচে হারলে তাদের টাইব্রেকারের সামনে পড়তে হত। যা আদতে হয়নি।
আরও পড়ুন-ঘাটালে বন্যাকবলিত এলাকায় মন্ত্রীকে নিয়ে স্পিড বোটে চেপে ত্রাণবিলি সাংসদ দেবের
ভারত জেতায় দাবা অলিম্পিয়াডে এটাই হল এককভাবে প্রথম সোনা। এর আগে করোনা কালে অনলাইন টুর্নামেন্টে ভারত যুগ্মভাবে প্রথম হয়েছিল। তার আগে ২০১৪ ও ২০২২-এ ভারত ব্রোঞ্জ জিতেছিল। ভারতীয় দাবার অগ্রগতি চলছে অনেকদিন ধরেই। ক্যান্ডিডেটস দাবায় ভাল করার পর দাবা অলিম্পিয়াডেও ভারতীয়রা ভাল করল। স্লোভেনিয়ার বিরুদ্ধে ভারত যদি হেরে যেত আর আমেরিকা যদি কানাডাকে হারিয়ে দিত, তাহলে লড়াই টাইয়ে দাঁড়িয়ে যেত। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল এই, আজারবাইজানকে হারাতে হবে। আর কাজাখস্থান যেন আমেরিকার কাছে হেরে যায়। কিন্তু আসল ব্যাপারটা হল ভারতের মেয়েরা আজারবাইজানকে হারিয়ে দিয়েছেন।
আরও পড়ুন-সংসদীয় স্থায়ী কমিটি তৈরি হল না কেন? মোদিকে তোপ ডেরেকের
এর আগে আমেরিকাকে হারিয়ে ভারত টুর্নামেন্টে নবম জয় পেয়েছিল। বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার ডি গুকেশ হারিয়েছিলেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে। ভারতের হয়ে ভাল খেলেছেন অর্জুন ইরিগাইসি ও বিদ্যুৎ গুজরাটি। লেভন আরোনিয়ানের সঙ্গে ড্র করেছেন বিদ্যুৎ। তবে আসল দিনে স্লোভেনিয়া ম্যাচে অর্জুন প্রতিপক্ষের জান ইয়ান সুবেলজকে হারিয়ে বাজিমাত করেছেন। এদিকে, সোনাজয়ী ভারতের মেয়েদের দলে খেলেছেন বিদ্যা দেশমুখ, আর বৈশালী, ডি হরিকা ও ভন্তিকা আগরওয়াল।