বরোদা, ২৪ ডিসেম্বর : প্রথম ম্যাচের পর দ্বিতীয় একদিনের ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেলেন হরমনপ্রীত কৌররা (India Women)। মঙ্গলবার ভারত ১১৫ রানে হারিয়েছে ক্যারিবিয়ানদের। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৮ রান তুলেছিল ভারত। যা মেয়েদের একদিনের ক্রিকেটে ভারতের যুগ্ম সর্বোচ্চ রানের ইনিংস। জবাবে ৪৬.২ ওভারে ২৪৩ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেললেন হরমনপ্রীতরা।
আরও পড়ুন-বড়দিনের শহরে কড়া নিরাপত্তা, বড়দিনের প্রার্থনায় আজ রাতে চার্চে যাবেন মুখ্যমন্ত্রী
ভারতের (India Women) রেকর্ড রান তোলার পিছনে বড় ভূমিকা ছিল হারলিন দেওলের। ১০৩ বলে ১১৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। যা একদিনের ফরম্যাটে হারলিনের প্রথম সেঞ্চুরি। এছাড়া হাফ সেঞ্চুরি হাঁকান প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ। জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা প্রতিকা এদিন ৮৬ বলে ৭৬ রান করেন। তিনি ও স্মৃতি (৪৭ বলে ৫৩) প্রথম উইকেটে ১১০ রান যোগ করে বড় রানের ভিত গড়ে দেন। জেমাইমার অবদান ৩৬ বলে ৫২। রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে একমাত্র লড়াই করেন হেইলে ম্যাথুজ। তিনি ১০৯ বলে ১০৬ রান করে আউট হন। ভারতের প্রিয়া মিশ্র ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পান তিতাস সাধু, প্রতিকা ও দীপ্তি শর্মা।