টোকিও, ২ অগাস্ট: ভারতীয় হকিতে সূর্যোদয়। ছেলেদের পর মেয়েরাও অলিম্পিক হকির সেমিফাইনালে। এমন নজির খুব কমই এসেছে ভারতীয় হকিতে। সোমবার অলিম্পিকে সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেই কৃতিত্ব দেখালেন মেয়েরা। ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন গুরজিত কউর। এই প্রথম ভারতীয় মহিলা হকি দল শেষ চারে উঠল। এবার রানি রামপালদের সামনে আর্জেন্টিনা। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ৬ দলের প্রতিযোগিতায় চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় মহিলা হকি দল। সেটাই ছিল এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স। তাই এবার নতুন ইতিহাস লিখলেন ভারতীয় মেয়েরা।