নয়াদিল্লি, ৬ জানুয়ারি : মেয়েদের বিশ্বকাপ দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। বৃহস্পতিবার ১৫ সদস্যের যে ভারতীয় দল ঘোষণা করল বোর্ড, তাতে রয়েছেন বাংলার ঝুলন গোস্বামী ও রিচা ঘোষ।
বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর। উল্লেখযোগ্যভাবে দল থেকে বাদ পড়েছেন প্রতিশ্রুতিমান ব্যাটার জেমাইমা রদ্রিগেজ এবং অভিজ্ঞ পেসার শিখা পাণ্ডে। দু’জনেই বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের সঙ্গে যুক্ত। কিন্তু দু’জনেই গত বছর আন্তর্জাতিক ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি। ২০২১ সালে জেমাইমা সীমিত ওভারের সিরিজের কোনও ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি। অন্যদিকে, পেসার-অলরাউন্ডার শিখাও গোটা বছর ছিলেন অফ ফর্মে। তাই বিশ্বকাপের দলে দু’জনের নাম বিবেচিত হয়নি।
আরও পড়ুন-এন্ট্রি ভিসা বাতিল, কোর্টে জকোভিচ
শিলিগুড়ির মেয়ে রিচা প্রথমবার ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন। প্রধান উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন বঙ্গতনয়া। এই একই দল বিশ্বকাপের আগে ফেব্রুয়ারির ৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ও একটি টি-২০ ম্যাচ খেলবে।
বিশ্বকাপ দল
মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর (সহ-অধিনায়ক), স্মৃতি, শেফালি, যস্তিকা, দীপ্তি, রিচা ঘোষ, স্নেহ রানা, ঝুলন, পূজা, মেঘনা সিং, রেণুকা সিং, তানিয়া, রাজেশ্বরী, পুনম যাদব