বার্মিংহাম : কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের হকির (India Women’s Hockey Team) সেমিফাইনালে কার্যত জোর করে হারানো হল ভারতকে! শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলেও আম্পায়ারের বিতর্কিত ভুলে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেলেন সবিতা পুনিয়ারা। যা নিয়ে ম্যাচের পর ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন।
ম্যাচের ১০ মিনিটে রেবেকা গ্রেইনারের গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ কোয়ার্টারে (৪৯ মিনিটে) সেই গোল শোধ করে দেন ভারতের বন্দনা কাটারিয়া। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ০-৩ ব্যবধানে হেরে যায় ভারত। কিন্তু পেনাল্টি শুটআউটের শুরুতেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত ভারতীয় (India Women’s Hockey Team)মেয়েদের মনোবল ভেঙে দিয়েছিল। অস্ট্রেলিয়ার অ্যাম্ব্রোসিয়া মালনের প্রথম শট বাঁচিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার তথা অধিনায়ক সবিতা পুনিয়া। কিন্তু গোটা মাঠকে চমকে দিয়ে আম্পয়ার ফের শট নিতে বলেন। তাঁর যুক্তি, তিনি স্টপওয়াচ চালু করতে ভুলে গিয়েছিলেন। ফিরতি শটে গোল করেন অস্ট্রেলিয়ার মালনে। হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ভারতীয় মেয়েরা।
আরও পড়ুন: দেশে ফিরতেই সংবর্ধনা ভারোত্তোলকদের
গোটা ঘটনার ক্ষুব্ধ ভারতের কোচ জে স্কপম্যান বলেন, ‘‘অফিসিয়ালদের ভুলে আমরা হেরে গেলাম। অস্ট্রেলিয়া বিষয়টি নিয়ে কোনও অভিযোগ করেনি। তাহলে আম্পায়ার কেন আগ বাড়িয়ে ফের শট নিতে বললেন?’’ এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এফআইএইচ। এক বিবৃতিতে তারা জানায়, ‘‘অফিসিয়ালের ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তারজন্য গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’’ এদিকে, রবিবারই ব্রোঞ্জ পদকের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন সবিতারা।