হাড্ডাহাড্ডি ম্যাচ, শেষ চারে ভারত

Must read

বার্মিংহাম : মরণ-বাঁচন ম্যাচে কানাডাকে ৩-২ গোলে হারিয়ে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games)  সেমিফাইনালে পৌছে গেল ভারতীয় মহিলা হকি দল (India Women’s Hockey Team)। পুল ‘এ’-র দ্বিতীয় স্থানে থেকে শেষ চারের টিকিট পাকা করলেন সবিতা পুনিয়ারা। ভারত ছাড়া এই গ্রুপ থেকে শেষ চারের ছাড়পত্র পেয়েছে ইংল্যান্ড।
বুধবার শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করেন ভারতীয়রা। ম্যাচের তিন মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোলটি করেন সালিমা টেটে। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নভনীত কউর। কিন্তু পরের মিনিটেই কানাডার হয়ে এক গোল শোধ দেন ব্রিয়েন স্টেয়ার্স। এরপর বাড়তি উদ্যম নিয়ে ভারতীয় রক্ষণে বারবার আক্রমণ শানাতে থাকে কানাডা। ৩৯ মিনিটে কানাডার হয়ে সমতা ফেরান হ্যানাহ হন।

আরও পড়ুন: ভারোত্তোলনে ব্রোঞ্জ পেলেন লভপ্রীত

সেই সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত (India Women’s Hockey Team)। কারণ ড্র হলে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে যেত কানাডা। তবে খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে পেনাল্ট কর্নার থেকে ফিরতি বল পেয়ে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন লারলেমসিয়ামি। তবে জিতলেও, এই ম্যাচেও একগাদা পেনাল্টি কর্নার নষ্ট করলেন ভারতের মেয়েরা। যা সেমিফাইনালের আগে চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে।

Latest article