আমেদাবাদ, ৪ অক্টোবর : ক্যারিবিয়ান ক্রিকেটের বেহাল দশা ভারত সফরেও অব্যাহত। আমেদাবাদে প্রথম টেস্টে তাদের ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। অপরাজিত সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। স্বভাবতই তাঁকে ছাড়া আর কাউকে ম্যাচের সেরা বেছে নেওয়া যায়নি।
তিন দিনেরও কম সময়ে এই টেস্টের মীমাংসা হয়েছে। তবে ক্যারিবিয়ানরা প্রথম দফার ৪৪ ওভারে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে তাদের লড়াই বেশি দুর যাবে বলে কেউ মনে করেনি। স্রেফ ৪৫.১ ওভারে ১৪৬ রানে তাদের ইনিংস শেষ হয়েছে। ২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় বার ব্যাট করতে নেমেছিল রস্টন চেজের দল। তারা আর দ্বিতীয়বার ভারতকে ব্যাট করতে নামানোর সুযোগ পায়নি জাদেজার জন্য।
বাঁহাতি জাদেজা বল করতে এসে প্রথমেই তুলে নিয়েছিলেন ৪৩ রান করা ক্যাম্পবেলকে। এরপর তাঁর শিকার হন ব্র্যান্ডন কিং (৫)। তাঁর বাকি দুই শিকার সাই হোপ ও জোহান লেন। খুব পিছিয়ে ছিলেন না মহম্মদ সিরাজও। তিনি ৩টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ওপেনার ত্যাগনারায়ণ চন্দ্রপলের (৮) উইকেটও রয়েছে। এই দুজন ছাড়া কুলদীপ যাদব ২টি উইকেট নিয়েছেন। বাকি যে উইকেট, সেই অ্যালিক আথানজেকে প্যাভিলিয়নে ফেরান ওয়াশিংটন সুন্দর।
আরও পড়ুন-দশম বর্ষ, রবিতে রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে পারেননি। ৪৬ রানে তাদের ৫ উইকেট চলে যাওয়ার পর স্পষ্ট হয়ে যায় যে ক্যারিবিয়ানদের হার অনিবার্য। তবু আথানজে (৩৮) আর জাস্টিন গ্রিভস (২৫) মিলে একটা ছোট্ট প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু এই দুজন আউট হওয়ার পর কেউ আর টিকতে পারেনি। এই জয়ের পরও ভারত কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে রয়েছে। তবে পয়েন্ট পার্সেন্টেজে শুভমনরা ৪৬.৬৭ থেকে উঠে এসেছেন ৫৫.৫৬-তে। গত টেস্ট সাইকেলে ভারতের ফাইনাল খেলা একসময় নিশ্চিত মনে হলেও ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ খুইয়ে আসায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে। এবার নতুন অধিনায়ক শুভমনের হাত ধরে ভারত কতদূর যায় সেটাই দেখার।
সকালে শুভমন আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করে দেন। ফলে প্রায় তিনশো রানের বোঝা কাঁধে নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন দুই ক্যারিবিয়ান ওপেনার। যারা ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। মাঝের একটা পার্টনারশিপ ছাড়া গোটা ইনিংসেই ছিল এক ছবি। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু ১০ অক্টোবর থেকে।