প্রতিবেদন: অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple) ধ্বংস করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু সেই অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মস্থানকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুঁড়েছিল পাকসেনা। মুখের উপর জবাব দিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসকারী কামান নিষ্ক্রিয় করে দিয়েছে সেগুলি। এতটুকু ক্ষতি হতে দেয়নি স্বর্ণমন্দিরের। লাগেনি সামান্যতম আঁচড়ও। সোমবার স্পষ্টভাষায় একথা জানিয়েছেন, ১৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রী। এয়ার ডিফেন্স সিস্টেমের নমুনার ছবিও এদিন প্রকাশ করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। আকাশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের ব্যবস্থা, এল-৭০ এয়ার ডিফেন্স গান স্বর্ণমন্দির এবং পাঞ্জাবের বিভিন্ন শহর রক্ষায় কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল তা তুলে ধরা হয়।
লক্ষণীয়, আগেই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, অপারেশন সিঁদুরে পর্যদুস্ত হয়ে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ভারতের অসামরিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে। তারা টার্গেট করেছিল শিখদের সর্বোচ্চ ধর্মস্থান স্বর্ণমন্দিরও (Golden Temple)।
মেজর জেনারেল শেষাদ্রীর কথায়, গত ৮ মে স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে একের পর এক আক্রমণ চালায় পাকসেনা। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিছুই বাদ দেয়নি তারা। কিন্তু ভারতীয় সেনার প্রতিরোধে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। আসলে পাকবাহিনীর যে আদৌ কোনও নীতিবোধ নেই তা আমাদের অজানা নয়। তারা যে স্বর্ণমন্দিরকে টার্গেট করতে পারে তা আগাম অনুমান করেছিলাম আমরা।
তাই নিজেদের প্রস্তুত রেখেছিলাম সবদিক দিয়েই। স্বর্ণমন্দিরকে রক্ষা করতে আমরা প্রস্তুত রেখেছিলাম অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। সেই কারণেই সফল হয়নি পাকিস্তানের শয়তানি। আমাদের অসীম সাহসী ও সজাগ সেনাবাহিনী ভেস্তে দিয়েছে পাকিস্তানের চক্রান্ত।
এয়ার ডিফেন্স সিস্টেমে ধরাশায়ী পাকিস্তান, স্বর্ণমন্দির ধ্বংসের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী
