কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ভারতীয় সেনার জবাবে খতম ৫ অনুপ্রবেশকারী

Must read

উত্তপ্ত সীমান্ত, নজিরবিহীন ভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় পুঞ্চে লাগাতার গুলি চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়ে শত্রুপক্ষকে নিকাশ করেছে ভারতীয় সেনা (Indian Army)। পাঁচ পাকিস্তানি সেনাকে শেষ করার পাশাপাশি সেদেশের একাধিক বাঙ্কার উড়িয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় পাক ফৌজ। বিবৃত জারি করে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানি সেনা ভারতে প্রবেশ করায় কৃষ্ণঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিবেশী রাষ্ট্রের এলোপাথাড়ি গুলির মোক্ষম জবাব দিয়েছে এ দেশের জওয়ানরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন- ফের সাপ কলকাতা পুরসভায়! উদ্ধার করলেন বনকর্মীরা

সূত্রের খবর, মঙ্গলবার সারাদিন ধরে ভারতীয় সেনাকে (Indian Army) লড়াইয়ে ব্যস্ত রেখে, জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দিতে সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। তৈরি ছিল ভারত, পাল্টা জবাবে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানি বাঙ্কার। চলতি বছরের শুরু থেকেই পাকিস্তান বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসেই আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন দুই সেনা জওয়ান। গত সোমবারও তিন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল নবীন সচদেব জানিয়েছেন, সম্প্রতি নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জেলাগুলিতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। সেই সূত্র ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকাগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকে সীমান্তের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

Latest article