জাতীয়

ভিডিওতে শক্তি প্রদর্শন, মরুভূমিতে মহড়া, শত্রুর মোকাবিলায় প্রস্তুত ভারতীয় সেনা

প্রতিবেদন: সন্ত্রাসবাদের প্রশ্নে জিরো টলারেন্স ভারতের। ভিডিওতে শক্তি প্রদর্শন করে ভারতীয় সেনার পক্ষ থেকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল পাকিস্তানকে। স্থলবাহিনী এবং নৌবাহিনী শনিবার সকালে আলাদাভাবে দুটি ভিডিও পোস্ট করে সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানকে। ইঙ্গিত দিয়েছে প্রত্যাঘাতের। ইতিমধ্যেই সূর্যের চোখরাঙানিকে উপেক্ষা করে রাজস্থানের থর মরুভূমিতে অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে মহড়া দিল ভারতীয় সেনা। চলল সপ্তশক্তি কমান্ডের শক্তি প্রদর্শন। এদিনই কাশ্মীরে লুকিয়ে থাকা ১৪ জঙ্গির তালিকা প্রকাশ করেছে পুলিশ। দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আইএসআইয়ের চক্রান্তে জম্মু-কাশ্মীরের শ্রমিক-সহ বিভিন্ন পেশার লোকেদের ওপর হামালার আশঙ্কতেও নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। রাজৌরিতে চলছে বিশেষ তল্লাশি অভিযান। কুলগাঁওতে জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাটকে।

আরও পড়ুন-পাওয়ার লিফটার স্নেহার পাশে কৈলাস

আসলে পহেলগাঁওতে নৃশংস হত্যালীলার জবাব দিতে রীতিমতো অ্যাকশন মোডে ভারতীয় সেনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার রাত থেকেই কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। কিছুক্ষণ পরেই অবশ্য পিছু হটে পাকিস্তান সেনা। শুক্রবার রাতে ফের পাকবাহিনী গুলি চালালে, জবাব দেয় ভারতীয় সেনা। সমরবিশেষজ্ঞরা মনে করছেন, সন্ত্রাসবাদীদের নতুন করে ভারতে অনুপ্রবেশ করাতে এবং ভারতে আটকে থাকা পাক মদতপুষ্ট জঙ্গিদের ফিরিয়ে আনতে স্পেকুলেটিভ ফায়ারিংয়ের কৌশল নিয়েছে পাকিস্তান। লক্ষ্য, নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় সে গুড়ে বালি। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আপাতত ভারতীয় সেনারা হালকা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেও সবদিক দিয়ে প্রস্তুত তারা। একদিকে পাকিস্তানি সেনাকে কড়া জবাব দিচ্ছেন দেশের জওয়ানরা, অন্যদিকে ভূস্বর্গে একের পর এক লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতেই লস্কর-ই-তৈবার জঙ্গি আসিফ শেখ ও আদিল হুসেন ঠোকারের বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল সেনা। শুক্রবার আরও তিন লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করা হল। সেনা সূত্রের খবর, তিন জঙ্গি জাকির আহমেদ, এহসান উল শেখ এবং আদিল গুড়ির পুলওয়ামা, কুলগাম ও সোপিয়ানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে দু’দিনে পাঁচ জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ভারতীয় নিরাপত্তা বাহিনীর। পাশাপাশি কুলগামের কাইমো এলাকার ঠোকরপোরা থেকে দু’জনকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। এরা নিয়মিত জঙ্গিদের সাহায্য করত বলে অভিযোগ। গ্রেফতারের সংখ্যা ৩৭৫।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago