বিমানের ভিতরেই সহযাত্রীকে পিটিয়ে গ্রেফতার ভারতীয়

এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য যাত্রীরা তাদের থামাতে এগিয়ে আসছেন।

Must read

প্রতিবেদন : বিমানের ভিতরেই মারপিটে জড়ালেন এক ভারতীয়। আমেরিকার ফিলাডেলফিয়া থেকে মায়ামিগামী বিমানে এক ভারতীয় বংশোদ্ভূত যাত্রীর হাতে আক্রান্ত হয়েছেন এক সহযাত্রী। ২১ বছর বয়সি ঈশান শর্মা নামে ওই যাত্রী বিমান ওড়ার সময়ই সহযাত্রী কিনু ইভান্সের উপর চড়াও হন এবং তাঁর গলা চেপে ধরেন।

আরও পড়ুন-দেশ জুড়ে মেডিক্যাল কলেজ দুর্নীতির চক্র ফাঁস, সিবিআইয়ের জালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা

এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অন্যান্য যাত্রীরা তাদের থামাতে এগিয়ে আসছেন। ঘটনার পর ঈশান শর্মাকে ফিলাডেলফিয়ায় গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত ৩০শে জুন ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের উড়ানে এই ঘটনা ঘটে। অভিযোগকারী কিনু ইভান্স পুলিশকে জানিয়েছেন, ঈশান শর্মা বিনা প্ররোচনাতেই তাঁর উপর হামলা করেন। ইভান্সের দাবি, ঈশান তাঁকে লাগাতার প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন এবং বিমানেই তাঁর গলা টিপে ধরেন। অন্যদিকে ঈশানের আইনজীবীর দাবি, ঈশান বিমানের ভিতর ধ্যান করছিলেন এবং তাঁর পিছনের আসনে বসা যাত্রী তা পছন্দ না করায় এই ঘটনা ঘটেছে।

Latest article