ব্যাংককের (Bangkok) সুবর্ণভূমি বিমানবন্দরে একটি বড় ধরনের স্যুটকেস বহন করে নিয়ে যাচ্ছিলেন দুই ভারতীয় মহিলা। স্যুটকেস দেখে সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এরপরই ওই দুই মহিলাকে তাঁরা স্যুটকেস খুলতে বাধ্য করেন আর তারপরেই অবাক হওয়ার পালা। কারণ স্যুটকেস থেকে কোনও জামাকাপড় নয়, সেখান থেকে বেরিয়ে আসে একের পর এক শজারু, কচ্ছপ, সাপ, টিকটিকি। এটা স্যুটকেস নাকি মিনি চিড়িয়াখানা! শেষ পর্যন্ত ১০৯টি জীবন্ত প্রাণী পাচার করার চেষ্টার অভিযোগে দুই ভারতীয় মহিলাকে গ্রেফতার করা হয়। তাইল্যান্ড প্রশাসন জানিয়েছে, ধৃত দুই ভারতীয় মহিলার নাম জাকিয়া সুলতানা ইব্রাহিম ও নিত্যা রাজা। ব্যাংকক (Bangkok) থেকে তাই এয়ারওয়েজের চেন্নাইগামী বিমানের যাত্রী ছিলেন ওই দুই মহিলা। এতগুলি বন্যপ্রাণী নিয়ে কেন তাঁরা রওনা হয়েছিলেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: জুবেরকে গ্রেফতারের কড়া নিন্দা রাষ্ট্রসংঘের