ক্রিকেট প্রশাসনে চোখ মিতালির

Must read

নয়াদিল্লি : সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তবে ক্রিকেটের সঙ্গে মিতালি রাজের (Indian Cricketer Mithali Raj) সম্পর্ক ছিন্ন হচ্ছে না। বরং সুযোগ পেলে অদূর ভবিষ্যতে বিসিসিআইয়ে (BCCI) প্রশাসক হিসেবে যুক্ত হতে চান। সাফ জানিয়ে দিলেন মিতালি। এমন ভাবনার পিছনে মহিলা ক্রিকেটের দুই প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক (Australia Belinda Clarke) এবং ইংল্যান্ডের ক্লারা কোনরের ক্রিকেট প্রশাসকের ভূমিকায় সাফল্যই মিতালিকে প্রেরণা দিচ্ছে। এছাড়া বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (BCCI President Sourav Ganguly) তো উদাহরণ হিসেবে হাতের সামনে রয়েইছেন।

এক সাক্ষাৎকারে মিতালি (Indian Cricketer Mithali Raj) বলেন, ‘‘যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই ক্রিকেট প্রশাসকের ভূমিকায় নিজেকে দেখতে চাইব। ক্রিকেটার হিসেবে আমার বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘বেলিন্ডা ক্লার্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার (Australia) হয়ে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। একই ভাবে ইবিসি-র হয়ে ক্লারা কোনরও দারুণ কাজ করছেন মেয়েদের ক্রিকেটের উন্নতিতে। যদি সুযোগ পাই, তাহলে আমিও পারব।’’

আরও পড়ুন: রিমা সিংয়ের মাকে ফোন মুখ্যমন্ত্রীর, পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ-সহ চাকরির ঘোষণা

তবে ক্রিকেট প্রশাসনে আসার জন্য তিনি যে তাড়াহুড়ো করতে চান না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিতালি। তাঁর বক্তব্য, ‘‘সবে অবসর নিয়েছি। ভবিষ্যৎ নিয়ে এখনও পরিকল্পনা করে উঠতে পারিনি। আরও কয়েকটা দিন যাক। এই সময়টা পরিবারের সঙ্গে ছুটির মেজাজে কাটাতে চাই। তবে ক্রিকেটের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করতে পারব না।’’

Latest article