সিঙ্গাপুরে রাষ্ট্রদূত-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেক-সহ ভারতের প্রতিনিধিদলের

Must read

জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ (Abhishek banerjee) ভারতের সংসদীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে অপারেশন সিন্দুরের কথা জানাতে এবং সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে এবার সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনার রাষ্ট্রদূত শিল্পক আম্বুলের দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গে বৈঠক শুরু হয়।

আরও পড়ুন- পুত্র সন্তানের বাবা হলেন লালু-পুত্র, হাসপাতালে গিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে প্রতি দেশেই নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন, পাশাপাশি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গেছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন, অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বানও জানিয়েছেন বাংলার সাংসদ। এরপর মঙ্গলবার সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা এবং থিংক ট্যাংকের সদস্যদের সঙ্গে বৈঠকে ভারতের প্রতিনিধি দল। এখানেও পহেলগামেরর জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিন্দুর এবং সন্ত্রাস দমন নীতির কথাই তুলে ধরা হয়েছে বলে খবর।

Latest article