আটকে থাকা ভারতীয়দের নিয়ে আরেক দফায় কাবুল থেকে ফিরছে বায়ুসেনার বিশেষ বিমান। কাবুল হামিদ কারজাই এয়ারপোর্ট থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান মঙ্গলবার দুপুর ১টা নাগাদ গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্টে পৌছবে।
সূত্রের খবর, এই বিমানে রয়েছেন আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন-সহ
কাবুল, মাজার-এ-শরিফ, কান্দাহার, জালালাবাদ শহরে কর্মরত ভারতীয় দূতাবাসের কূটনৈতিক আধিকারিক ও কর্মীরা। এছাড়াও রয়েছেন আইটিবিপি-র ১০০ জন জওয়ান।
বিদেশ মন্ত্রকের ডেপুটেশনে আফগানিস্তানে বিভিন্ন শহরে ভারতীয় মিশনগুলির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁরা। সোমবার কাবুল থেকে ভারতে ফেরা বিমানে আইটিবিপি-র ৫০ জন জওয়ান ছিলেন।