নেহরু-প্রশস্তি আপত্তি কেন্দ্রের

Must read

নয়াদিল্লি : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) শাসনকালের প্রশংসা করার জন্য সিঙ্গাপুরের হাইকমিশনারকে তলব করল ভারতের বিদেশমন্ত্রক! সূত্রের খবর, নেহরু জমানার বিপুল প্রশস্তি করায় সিঙ্গাপুরের উপর ক্ষুব্ধ মোদি সরকার। প্রসঙ্গত, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সিঙ্গাপুরের সংসদে এক বিতর্কে গণতন্ত্রের প্রকৃত চেহারা কী হওয়া উচিত সে সম্পর্কে বক্তব্য রাখছিলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি নাম করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru) । সংসদে দাঁড়িয়ে বলেন, এঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং জিতেছেন। অসীম সাহস এবং অসামান্য ক্ষমতার ব্যতিক্রমী ব্যক্তি তাঁরা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, সেদিনের নেহরুর ভারত এখন মিডিয়া রিপোর্ট অনুসারে এমন হয়ে উঠেছে যে লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ ফৌজদারি অভিযোগ রয়েছে। যদিও এটাও বলা হয় যে, এইসব অভিযোগের অনেকগুলিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এরপরই সিঙ্গাপুরের হাইকমিশনারের কাছে কড়া আপত্তি জানায় ভারত।

আরও পড়ুন: গোপনে যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার : পেন্টাগন

Latest article