আন্তর্জাতিক

ভারতীয় মৎস্যজীবীদের গুলি, শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করল বিদেশমন্ত্রক

প্রতিবেদন : ভারত-শ্রীলঙ্কা জলসীমান্তে ভারতীয় মৎস্যজীবীদের ভেসেলে গুলি চালানোর ঘটনায় শ্রীলঙ্কার দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠালো নয়াদিল্লি। এই ঘটনায় দুদেশের সুসম্পর্কে প্রভাব পড়বে বলে কড়া বার্তা দেওয়া হয় বিদেশমন্ত্রকের তরফে। সেইসঙ্গে গুলিবিদ্ধ মৎস্যজীবীদের পরিবারের পাশে ভারত সরকার রয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি বাংলার ৯৫ জন মৎস্যজীবী পশ্চিমবঙ্গ সরকারের জরুরি পদক্ষেপে দ্রুত ও নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে ফিরেছে। যদিও তামিলনাড়ুর মৎস্যজীবীদের দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় জেলবন্দি থাকার সমস্যার সমাধান এখনও হয়নি। এরই মধ্যে ভারতীয় মৎস্যজীবীদের ভেসেলে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলি চালানোর ঘটনায় তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন-একঝাঁক মার্কিন আইনজীবীকে ছেঁটে ফেললেন ট্রাম্প

সম্প্রতি শ্রীলঙ্কার ডেলফ দ্বীপের কাছে ভারতীয় মৎস্যজীবীদের একটি ভেসেল পৌঁছে গেলে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অপরাধে তাদের উপর সরাসরি গুলি চালিয়ে দেয় শ্রীলঙ্কার নৌবাহিনী। বিষয়টি শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের কাছে তুলে ধরেছেন সেখানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। ভেসেলে তামিলনাড়ুর ১৩ জন মৎস্যজীবী ছিলেন। তার মধ্যে দুজনের জখম গুরুতর। আরও তিনজন আহত হয়েছিলেন। চারজনের জাফনা হাসপাতালে চিকিৎসা চলছে। জাফনায় নিয়োজিত ভারতীয় কনসুলেটের আধিকারিক হাসপাতালে ভর্তি মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেছেন।
তবে বিষয়টি নিয়ে এখনই সজাগ হয়ে বন্দি মৎস্যজীবী মুক্তির বিষয়টিও দ্রুত করতে চাইছে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন প্রশাসন। গত এক বছরে শ্রীলঙ্কায় অনুরা দিসনায়েকের নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বন্দি মৎস্যজীবী মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলেও এখনও সেই কাজে প্রত্যাশিত গতি নেই। এরই মধ্যে গুলিতে তামিল মৎস্যজীবীদের আহত হওয়ার ঘটনায় এবার বিদেশমন্ত্রক ক্ষোভ প্রকাশ করল। সেই সঙ্গে মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনারকে মৎস্যজীবীদের বিষয়টি মানবিক ও মানবতার প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গিতে দেখার দাবি জানানো হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, গুলি চালানোর মতো কঠোর পদক্ষেপে দুদেশের সম্পর্ক খারাপ হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago