প্রতিবেদন : এশিয়ান গেমসে (Asian Games) কি শেষ পর্যন্ত অংশ নিতে পারবে ভারতীয় ফুটবল দল? সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর, সম্ভাবনা বাড়ছে। দিন তিনেক আগে ক্রীড়ামন্ত্রকের সঙ্গে ফেডারেশন কর্তাদের আলোচনার পর জট খোলা শুরু হয়েছে।
ফেডারেশন কর্তারা বুঝিয়েছেন, এবার এশিয়াডে ভারতীয় দলের খেলা কতটা গুরুত্বপূর্ণ। কারণ, সামনে এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট খেলবে ভারত। তার প্রস্তুতিতে এশিয়াডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতেদের কাছে। জানা গিয়েছে, এশীয় ক্রমতালিকায় প্রথম আটে না থাকার যে শর্তে ভারতীয় দলের এশিয়ান গেমসে খেলা আটকাচ্ছে, সেই নিয়মে এবার শিথিলতা আনতে পারে সরকার।
এখন ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ফেডারেশন। এশিয়াডের (Asian Games) নিয়মানুযায়ী অনূর্ধ্ব ২৩ জাতীয় দল খেলানো যায়। কিন্তু তেইশোর্ধ্ব তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারে। ফেডারেশন ৩৮ বছর বয়সি অভিজ্ঞ সুনীলের নেতৃত্বেই এশিয়াডে দল পাঠাতে চায়।