রয়টার্স ইস্যুতে ভারত সরকারের বক্তব্য মিথ্যা, বলল মাস্কের এক্স! সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন ট্যুইটার) ভারত সরকারের দাবিকে সরাসরি খণ্ডন করল।

Must read

প্রতিবেদন : মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বতন ট্যুইটার) ভারত সরকারের দাবিকে সরাসরি খণ্ডন করল। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ড-এর অ্যাকাউন্ট ভারতে ব্লক করার বিষয়ে মোদি সরকারের বক্তব্যের উলটো সুর মাস্কের সংস্থার।
রয়টার্স ইস্যুতে এক্স দাবি করেছে, গত ৩ জুলাই ভারতে ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ পেয়েছিল তারা, যার মধ্যে রয়টার্সের অ্যাকাউন্টগুলিও অন্তর্ভুক্ত ছিল। এরপর রবিবার ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, রয়টার্সের হ্যান্ডেল ব্লক করার কোনও সরকারি নির্দেশ নেই। আমরা এক্স-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যাটির সমাধানে কাজ করছি।

আরও পড়ুন-গল্প নয়, সত্যি, হিমাচলে ৬৭ জনকে মৃত্যুর মুখ থেকে ফেরাল পোষ্য কুকুর

আর কেন্দ্রের এই বিবৃতিই নস্যাৎ করল ইলন মাস্কের সংস্থা। এক্স-এর তরফে মঙ্গলবার বিবৃতিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ এ ধারা অনুযায়ী, ভারত সরকার এক ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করার জন্য চাপ দিয়েছিল এবং এই নির্দেশে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। শনিবার রাতে ভারতে রয়টার্স এবং রয়টার্স ওয়ার্ল্ডের অ্যাকাউন্ট দু’টি ব্লক করে এক্স, যেখানে লেখা ছিল, ভারতের একটি আইনি দাবির পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টটি ভারতে স্থগিত করা হয়েছে। এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স হ্যান্ডেল থেকে প্রকাশিত পোস্টে বলা হয়েছে, ভারত সরকারের নির্দেশে ৩ জুলাই ২,৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করা হয়, যার মধ্যে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ছিল। নির্দেশ মানতে ব্যর্থ হলে আমাদের ভারতীয় কর্মীদের কারাদণ্ড ও আর্থিক জরিমানার ঝুঁকি ছিল। জনগণের প্রতিবাদের পর, সরকার রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ড অ্যাকাউন্ট পুনরায় চালু করতে বলে। এক্স আরও বলেছে, ভারতে সংবাদমাধ্যমের উপর চলমান সেন্সরশিপ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আইনি পথ অনুসন্ধান করছি, যদিও ভারতের আইন আমাদের পক্ষে এসব নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করাকে কঠিন করে তোলে। আমরা প্রভাবিত ব্যবহারকারীদের আদালতের মাধ্যমে আইনি সহায়তা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এদিকে এক্সের এই বিবৃতির পর তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

Latest article