ইতালির (Italy) দক্ষিণ রোমের এই অঞ্চলটিতে বহু বছর ধরেই অনেক ভারতীয় শ্রমিক বসবাস করেন। সম্প্রতি ইতালির লাতিনায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত ভারতীয় কৃষি শ্রমিক সৎনাম সিং। কিন্তু দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ তিনি রাস্তায় পড়ে ছিলেন। কোনরকম সহায়তা না পেয়ে অবশেষে ওই অবস্থাতেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে তাঁর হাতে মারাত্মক আঘাত লাগে। জানা যায় হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্রের খবর, সোমবার লাতিনার একটি খামারে কাজ করার সময় সৎনাম সিং গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে না নিয়ে গিয়ে, তাঁর বাড়ির কাছে রাস্তায় বহুক্ষণ ফেলে রাখা হয়। ইতালির শ্রমমন্ত্রী মারিনা কালডেরোনে যদিও সংসদে এই ঘটনাটি জানিয়ে বলেন, এটি একটি ‘বর্বরতার নিদর্শন’। এই ঘটনার তীব্র নিন্দাও এদিন করেন তিনি।
আরও পড়ুন-‘বেটি বাঁচাও বেটি পড়াও’ লিখতে হিমশিম কেন্দ্রীয় মন্ত্রীর
এই ঘটনার পরেই ইতালিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের সাহায্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ফ্লাই সিজিআইএল ট্রেড ইউনিয়ন এই ঘটনার বিবৃতি দিয়ে জানায় সৎনাম সিং-এর হাত খামারে কাজ করার সময় কেটে যায়। কোনরকম সাহায্য তিনি পান নি উল্টে আহত অবস্থাতেই তাকে তার বাড়ির কাছের রাস্তায় ফেলে রাখা হয়েছিল। ভারতীয় দূতাবাস তাদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, লাতিনা অঞ্চলের গ্রামীণ এলাকায় হাজার হাজার ভারতীয় শ্রমিক থাকে। শোকপ্রকাশ করে জানানো হয় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং কনস্যুলার সহায়তা প্রদান করা হবে। জানা গিয়েছে, সৎনাম সিং বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছিলেন সেখানে। পুলিশের তরফে খবর তার স্ত্রী এবং বন্ধুরা তাঁদের জানানোর পর একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।