এভারেস্টে ট্রাফিক জ্যামের ফলে মৃত্যু ভারতীয় পর্বতারোহীর

এডভেঞ্চার যখন জীবন কেড়ে নেয়! এভারেস্ট (Everest) জয় করতে গিয়ে এবার প্রাণ হারালেন এক ভারতীয় পর্বতারোহী।

Must read

এডভেঞ্চার যখন জীবন কেড়ে নেয়! এভারেস্ট (Everest) জয় করতে গিয়ে এবার প্রাণ হারালেন এক ভারতীয় পর্বতারোহী। মঙ্গলবার নেপালের পর্যটন বিভাগ সূত্রে খবর, এভারেস্ট থেকে গত সপ্তাহে উদ্ধার করা হয় ৪৬ বছরের বংশী লালকে। কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-লিলুয়ায় লাইনচ্যুত হাওড়াগামী লোকাল, বাতিল একাধিক ট্রেন, দুর্ভোগ যাত্রীদের

এই বছরে বিশ্বের সর্বোচ্চ শিখর জয় করতে গিয়ে মৃতের সংখ্যা এই মুহূর্তে আট। কিছুদিন আগেই এভারেস্টে পর্বতারোহীর ভিড়ের এক ভিডিয়ো ভাইরাল হয়। এভারেস্টে পর্বতারোহনের অনুমতি দেওয়ার আগে যোগ্যতামান ভালভাবে পরখ করার বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। গত ২১ মে ভারতীয় পর্বতারোহী রাজন দ্বিবেদী একটি ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োতে দেখা যায় মাউন্ট এভারেস্টে ওঠার পথে বহু মানুষের ভিড়। একটি সরু লাইন ধরে আরোহীরা উপরের দিকে উঠছেন, আবার একই পথে নীচে নামছেন। রীতিমত করুন পরিস্থিতি। যে কোনও মুহূর্তে বিপদে পড়তে পারেন যাত্রীরা সেই বিষয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন-গাজার শরণার্থী শিবিরে মিসাইল হামলায় মৃত ৪৫, ‘মর্মান্তিক ভুল’ বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

জানা যাচ্ছে, এভারেস্টের উপর নরকের মতো পরিস্থিতি। প্রতি বছর, কমপক্ষে ৫০০ ব্যক্তিকে আরোহণের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনভিজ্ঞ পর্বতারোহী, সাধারণ পর্যটক সকলেই থাকছেন। ৮০০০ মিটারের উপর বাতাসের ঘনত্ব যথেষ্ট কম থাকে। অক্সিজেনের মাত্রা কম থাকে। মাঝে মাঝেই তুষাড় ঝড় হয়। সূত্রের খবর, ৪৬ বছরের বংশী লালের মৃত্যুর আগে, একজন ব্রিটিশ পর্বতারোহী এবং একজন নেপালি গাইড-সহ আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এভারেস্ট জয় করে, নীচে নামার সময় ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল প্যাটারসন এবং তাঁর নেপালি শেরপা, পাস্তেনজি, বরফের উপর পড়ে মারা যান। উল্লেখ্য, গত বছর মোট ১৮ জন মারা যান।

Latest article