ব্রিটেনে খু.ন ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ

পাঁচ কিশোর-কিশোরীর হাতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধ। ব্রিটেনের (Britain)লেস্টারশায়ারের ব্রাউনস্টোন শহরের এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে প্রশাসন।

Must read

পোষ্যকে পার্কে হাঁটাতে নিয়ে গিয়েই হল বিপত্তি। পাঁচ কিশোর-কিশোরীর হাতে খুন হলেন ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধ। ব্রিটেনের (Britain)লেস্টারশায়ারের ব্রাউনস্টোন শহরের এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে প্রশাসন। জানা গিয়েছে, পাঁচ জন দুষ্কৃতী তাঁকে মারধর করে এবং পাথর ছোড়ে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ঘাড়ে ও শিরদাঁড়ায় জটিল অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও মৃত্যু হয়েছে তাঁর। কিশোর-কিশোরীদের মধ্যে অপরাধপ্রবণতা বৃদ্ধি না বর্ণবিদ্বেষের শিকার এই ব্যক্তি সেই নিয়েও উঠেছে প্রশ্ন। নিহত বৃদ্ধের নাম ভীম কোহলি। তিনি কমপক্ষে ৪০ বছর ধরে ব্রাউনস্টোনের অধিবাসী। ভালমানুষ ও বন্ধুবৎসল এই ব্যক্তি পোশাকের কারখানা চালাতেন।

আরও পড়ুন-বিজেপির অসমে ২২০০ কোটির কেলেঙ্কারি

পরিবারের তরফে খবর, সোমবার নিজের পোষা কুকুর রকিকে নিয়ে বাড়ির কাছে ফ্র্যাঙ্কলিন পার্কে হাঁটতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ কিছু লোকের জমায়েতের শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে দেখেন, পার্কের প্রবেশপথে একটি গাছের নীচে তিনি জখম অবস্থায় পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবার নম্বরে ফোন করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সোমবার রাতেই মৃত্যু হয় তাঁর। এরপরেই ১৪ বছরের এক কিশোর ও কিশোরী এবং ১২ বছরের এক কিশোর ও দুই কিশোরীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। প্রতিবেশীরা সকলেই জানান এলাকায় হঠাৎ করেই এই ধরনের হামলার ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে। তবে ঠিক কারা এই ধরণের কাজে যুক্ত সেই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায় নি।

আরও পড়ুন-দায়িত্ব নিয়েই সচিব-ডিএমদের সঙ্গে বৈঠক নতুন মুখ্যসচিবের

প্রসঙ্গত কয়েকদিন আগে বার্মিংহামের কাছে ১৩ বছরের এক কিশোরকে খুন করে অপর দুই কিশোর। দেখা গিয়েছে, ব্রিটেনে কিশোর-কিশোরীদের অপরাধপ্রবণতা বেড়েছে। ২০২৩ সাল থেকে এই বছর মার্চ পর্যন্ত ৫৯০০০ জন ১০-১৭ বছরের শিশু বা কিশোর অসামাজিক কাজের জন্য গ্রেফতার হয়েছে।

 

 

Latest article