প্রতিবেদন : আট মাসের শিশুকন্যা-সহ এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের ৪ জনের মৃতদেহ উদ্ধার হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (Indian-origin family killed in California)। একটি ফলের বাগান থেকে দেহগুলি পাওয়া গিয়েছে। কয়েকদিন ধরে মৃতরা সকলেই নিখোঁজ ছিলেন। তাঁদের অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে। গত সোমবার উত্তর ক্যালিফোর্নিয়ার মার্শেড কাউন্টি থেকে অপহরণ করা হয়েছিল ওই পরিবারের সকলকে। অপহৃতদের মধ্যে ছিলেন জসদীপ সিং (৩৬) ও তাঁর দাদা আমনদীপ সিং (৩৯), জসলিন কাউর (২৭) ও তাঁদের ৮ মাসের শিশুকন্যা। মার্শেড কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নে জানিয়েছেন, ইন্ডিয়ানা রোড ও হাচিনসন রোডের সংযোগস্থলে একটি ফলের বাগানে বুধবার ৪ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বাগানের মালি।
আরও পড়ুন-নৌকাডুবি, মৃত ১৫
বুধবার পুলিশ ওই পাঞ্জাবি পরিবারটির অপহরণের ঘটনার একটি ভিডিও প্রকাশ করে। গা শিউরে ওঠা সেই ভিডিওতে দেখা গিয়েছে, হাত বাঁধা অবস্থায় জসদীপ ও আমনদীপ হেঁটে আসছেন। তাঁদের পিছনে মেয়েকে কোলে নিয়ে অপহরণকারীর সঙ্গে জসলিনকে বেরিয়ে আস্তে দেখা যায়। একটি ট্রাকে চাপিয়ে তাঁদের সেখান থেকে চলে যায় অপহরণকারীরা।
অপহরণের (Indian-origin family killed in California) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও হাজতে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে বলে পুলিশ জনিয়েছে। সালগাডো এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। মার্শেড কাউন্টির পুলিশ জানিয়েছে, নিজের অপরাধের কথা স্বীকার করেছে জেসুস। তবে চিকিৎসাধীন থাকায় এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ। কিছুটা সুস্থ হলেই সালগাডোকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের রহস্য ভেদ করা যাবে বলে মনে করছে পুলিশ।