ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত ও আমেরিকার সুপরিচিত বিদেশনীতি বিশেষজ্ঞ তথা প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলি জে. টেলিস মার্কিন মুলুকে গ্রেফতার। জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, টেলিসের ভার্জিনিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি। ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস এক বিবৃতিতে এই গ্রেফতারির ঘোষণা করেছে। এই ঘটনা তোলপাড় ফেলেছে কূটনৈতিক মহলে।
আরও পড়ুন-মামলাবিদ্ধ হাসিনা জমানার সেনাকর্মীরা
জানা গিয়েছে, ৬৪ বছর বয়সি এই বিদেশনীতি বিশেষজ্ঞর বিরুদ্ধে আমেরিকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথিপত্র মজুত করে রাখা এবং চিনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাতের অভিযোগ প্রকাশ্যে এসেছে। অ্যাশলে টেলিস দোষী সাব্যস্ত হলে তাঁর ১০ বছরের কারাদণ্ড এবং ২৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় জরিমানার অঙ্ক হবে প্রায় ২ কোটি ২১ লক্ষ ৮৪ হাজার টাকার কাছাকাছি। ভারতীয় বংশোদ্ভূত এই কূটনীতিকের জন্ম মুম্বইয়ে। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজে। এরপর শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং পিএইচডি করেন টেলিস। ২০০১ সালে যোগ দেন মার্কিন সরকারে। দক্ষিণ এশীয় নিরাপত্তা এবং মার্কিন-ভারত পারস্পরিক সম্পর্কের বিষয়ে ওয়াশিংটনের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হত টেলিসকেই। তিনি এর আগে প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেছেন। টেলিসকে এফবিআই হলফনামায় ইউএস স্টেট ডিপার্টমেন্টের একজন অবৈতনিক উপদেষ্টা এবং পেন্টাগনের এক ঠিকাদার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি ওয়াশিংটনভিত্তিক থিংক-ট্যাঙ্ক কার্নেগী এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর সিনিয়র ফেলো।