প্রতিবেদন: আরও গুরুদায়িত্ব ভারতীয় বংশোদ্ভূত কাশের কাঁধে। আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরেই একের পর এক ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তালিকায় নাম উঠে এলো কাশ প্যাটেলের। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের পরিচালক পদে তাঁকে বসলেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি। এর আগে সিআইএ প্রধান হওয়ার দৌড়ে নাম ছিল কাশ প্যাটেলের। কিন্তু পরে জন ব়্যাটক্লিফ এই পদের জন্য নির্বাচিত হন।
আরও পড়ুন-বিধানসভা ভোটে দিল্লিতে একাই লড়বে আপ: কেজরি
নিজের এক্স হ্যান্ডলে ট্রাম্প লেখেন, আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন কাশ্যপ ‘কাশ’। কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকার প্রশাসনিক মহলে ‘কাশ’ নামেই খ্যাত। হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা পদে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিসম ডিরেক্টরেট অফ দ্য ন্যাশনাল সিকিওরিটি কাউন্সিলর সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন কাশ। কাশের বাবা উগান্ডার নাগরিক ও মা তানজানিয়ার। ১৯৭০ সালে কানাডা থেকে আমেরিকায় যায় গুজরাতি এই পরিবার। কাশের জন্ম নিউইয়র্কেই। এখন নিউইয়র্কেরই বাসিন্দা তাঁরা। সেখানেই কাশ প্যাটেলের লেখাপড়া। পরে ফ্লোরিডা গিয়ে স্টেট পাবলিক ডিফেন্ডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে আরও চার বছর ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। ওয়াশিংটনে গিয়ে সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসে টেররিসম প্রসিকিউটর হিসেবে কাজ করেন। ২০২০ সালে আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হন কাশ।