মেলবোর্নের (Melbourne) একটি শপিং সেন্টারের বাইরে একদল নাবালকের হাতে হেনস্থা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। তারা এই বর্বরোচিত হামলা চালায় ৩৩ বছরের সৌরভ আনন্দের ওপর। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আল্টোনা মিডোসের সেন্ট্রাল স্কয়ার শপিং সেন্টারের একটি ফার্মেসি থেকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওষুধ কিনে বেরোচ্ছিলেন আনন্দ। সেই সময়ে তাঁর ওপর এই হামলা হয়। জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলার সময় তাঁর ওপর পাঁচজন নাবালক হঠাৎ হামলা করে। একজন তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র বের করার চেষ্টা করে। আরেকজন আনন্দকে একাধিকবার ঘুষি মারে এবং তৃতীয়জন তাঁর গলায় চাপাতি তাক করে ছিল। দুর্ভাগ্যবশত ব্লেডটি তাঁর কব্জি, হাত এবং হাড় ভেদ করে বেরিয়ে যায়।
আরও পড়ুন-হরিদ্বারের মনসা দেবী মন্দিরে “পদপিষ্ট”, মৃত ৬. আহত বহু
আনন্দ হামলা সম্পর্কে হাসপাতাল থেকে জানান তাঁর মনে আছে যে প্রচণ্ড ব্যথা করছিল। হাত নাড়াতে পারছিলেন না তিনি। চিকিৎসকেরা জানান আনন্দের কাঁধ ও পিঠে গভীর ক্ষত রয়েছে। তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, হাতে একাধিক হাড় ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আনন্দের চিৎকার শুনে জরুরি পরিষেবায় ফোন করে। এরপর তাঁকে উদ্ধার করে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অঙ্গচ্ছেদের কথা ভাবলেও কয়েক ঘণ্টার অস্ত্রোপচারের পরে শেষ পর্যন্ত তাঁর বাঁহাতটি পুনরায় সংযুক্ত করা সম্ভব হয়েছে। তাঁর কব্জি এবং হাতে স্ক্রু ঢোকানো হয়েছে।
তদন্তের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত ৫ জনের মধ্যে থেকে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের ২ জন ১৪ বছর, ২ জন ১৫ বছর বয়সী। ধৃতদের দু’জন জামিনে মুক্তি পেয়েছে বলে খবর, যা নিয়ে আনন্দ বেশ অসন্তুষ্ট।