মার্কিন যুক্তরাষ্ট্রে (US) বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। এদিনের হামলায়মৃত্যু হয়েছে তাঁর মেয়েরও। বৃহস্পতিবার সকালে একটি ডিপার্টমেন্টাল স্টোরে ঘটনাটি ঘটে বলে খবর। অভিযুক্ত জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন (৪৪) সেদিন সকালে ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টির দোকানে মদ কিনতে যান। কেন দোকান রাতে বন্ধ থাকে এই প্রশ্ন করার পরেই গুলি চালিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৬ বছর বয়সি প্রদীপ পটেলের। গুরুতর জখম হন তাঁর মেয়ে উর্মি (২৪)। হাসপাতালে ভর্তি করা হলে তিনিও মারা যান।
আরও পড়ুন-মেঘ-বৃষ্টির লন্ডন, দুপুরেই হিথরো অবতরণ মুখ্যমন্ত্রীর
সূত্রের খবর, প্রদীপ পটেল, তাঁর স্ত্রী হংসাবেন ও মেয়ে উর্মি গুজরাতের মহসানা জেলার বাসিন্দা। আনুমানিক ছয় বছর আগে তাঁরা আমেরিকাতে চলে যান। সেখানে এক আত্মীয়, পরেশ পটেলের মালিকানাধীন স্টোরে কাজ করছিলেন। প্রদীপ পটেলের কাকা চান্দু পটেল জানান, তাঁরা প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম ও ভাইরাল ভিডিওর মাধ্যমে ঘটনার কথা জানতে পারেন।
আরও পড়ুন-বিরাট ব্যাটে ইডেন জয় আরসিবির
পরিবারের তরফে খবর, নিহত প্রদীপের আরও দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন কানাডায় ও অন্যজন আহমেদাবাদে থাকেন। পুলিশের তরফে অভিযুক্ত ওয়ার্টনের বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। অস্ত্র আইন লঙ্ঘন ও অন্যান্য গুরুতর অপরাধের ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। মাস কয়েক আগেই উত্তর ক্যারোলিনায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী মৈনাক পটেল ডাকাতির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বারংবার ভারতীয়দের প্রতি এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেদেশে থাকা ভারতীয়দের মধ্যে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।