২০১৮ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর সারিথা রামারাজু নামের এই মহিলা ক্যালিফোর্নিয়া (California) ছেড়ে চলে যান। মার্চ মাসে, তিনি তাঁর ছেলেকে নিয়ে সান্তা আনা শহরে গিয়ে ডিজনিল্যান্ডে তিন দিনের পাস কিনেছিলেন। সূত্রের খবর, ১৯শে মার্চ সকালে, তিনি ৯১১-এ ফোন করে বলেন, তিনি তার ছেলেকে হত্যা করেছেন এবং জানান নিজেও কিছু ওষুধ খেয়েছেন।
আরও পড়ুন-মা দুর্গাকে টিপ পরিয়ে প্রণাম করে লন্ডনযাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী
খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার ১১ বছরের ছেলের মৃতদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে। ঘর উপহারের জিনিসপত্রে ভর্তি ছিল এবং ছেলের মৃত্যু বেশ কয়েক ঘণ্টা আগে হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। মহিলার কাছ থেকে একটি বড় মাংস কাটার ছুরি উদ্ধার করা হয়েছে। তিনি আগের দিন এটি কিনেছিলেন। এরপর মহিলা কিছু খেয়ে হাসপাতালে ভর্তি হন যদিও পরে গ্রেফতার হন।
আরও পড়ুন-বিরাট ব্যাটে ইডেন জয় আরসিবির
প্রসঙ্গত, সারিথা এবং তার স্বামী প্রকাশ রামাজু অনেকদিন ধরে ছেলের অভিভাবকত্ব নিয়ে লড়াই করছিলেন। মহিলা তার স্বামীর মাদকাসক্তি নিয়ে অভিযোগ করেন এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তবে প্রকাশ এসব অভিযোগকে মিথ্যা বলে জানিয়েছিলেন। খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হলে ২৬ বছর কারাদণ্ড অথবা জীবনের জন্য জেল হতে পারে মহিলার।