জাতীয়

পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ ভারতের পঞ্জাবি মহিলা, ধর্মান্তরিত হয়ে বিয়ে

৫২ বছরের সরবজিৎ কৌর পাকিস্তানে (Pakistan) গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা। সেই সময়ে তাঁর সঙ্গীরা দেশে ফিরে এলেও এই মহিলার কোনও খবর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর জানা গেল পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়েছেন তিনি। ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তাঁর ‘নিকাহনামা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি পাকিস্তানের লাহোরের কাছে শেখুপুরার বাসিন্দা নাসির হোসেনকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রেখেছেন নুর।

আরও পড়ুন-বাঞ্জি জাম্পিংয়ের সময় দড়ি ছিঁড়ে ৩৫ মিটার নীচে আছড়ে পড়লেন তরুণ

সূত্রের খবর, সরবজিৎ পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। তিনি গুরু নানকের ৫৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ পর্বে যোগদান করতে গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যান। সঙ্গে ছিলেন আরও ১৯০০ জন পুণ্যার্থী। পঞ্জাবে একাধিক গুরুদ্বারে গিয়েছিলেন তারা। তাঁরা প্রত্যেকেই ১৩ নভেম্বর ফিরে আসেন দেশে। কিন্তু এই মহিলা ফেরেন নি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ধর্মীয় ভ্রমণের দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে ৪ নভেম্বর অন্যান্য শিখ তীর্থযাত্রীদের সাথে কৌর ওয়াঘা-আটারি সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে যান। পাকিস্তানি ইমিগ্রেশন ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছে যে তিনি এক্সিট ক্লিয়ারেন্সের জন্য রিপোর্ট করেনি। পুলিশ আরও তদন্তের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।

আরও পড়ুন-মানুষের জীবন বিপন্ন করে ব্যবসা গ্রহণযোগ্য নয়! এজরা স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে জানালেন দমকলমন্ত্রী

তদন্তে উঠে এসেছে বহুদিন আগে ৫২ বছরের এই মহিলার বিবাহবিচ্ছেদ হয়ে যায় এবং প্রথমপক্ষে তাঁর দুই সন্তানও রয়েছে। তাঁর প্রথম স্বামী কার্নেল সিং প্রায় ৩০ বছর ধরে ইংল্যান্ডে থাকছেন। পঞ্জাবের মুক্তসর জেলা থেকে করা তাঁর পাসপোর্টে তাঁর প্রাক্তন স্বামীর নামের বদলে তাঁর বাবার নাম লেখা আছে বলে জানা গিয়েছে।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

4 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago