নিষেধাজ্ঞার ধাক্কায় এবার রুশ তেল বন্ধ করল ভারতের শোধনাগারগুলি

মস্কোর শীর্ষ জ্বালানি কোম্পানিগুলির বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরও কঠোর করার পর ভারতের তেল শোধনাগারগুলি নতুন করে রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে।

Must read

নয়াদিল্লি : মস্কোর শীর্ষ জ্বালানি কোম্পানিগুলির বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরও কঠোর করার পর ভারতের তেল শোধনাগারগুলি নতুন করে রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে। এর ফলে তেল সংক্রান্ত ব্যয় নিয়ে নয়া উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্রেতারা এখন সরকার ও সরবরাহকারীদের কাছ থেকে স্পষ্টতার অপেক্ষায় রয়েছে বলে শিল্প সূত্রে জানা গিয়েছে। এই অনিশ্চয়তার কারণে কিছু শোধনাগার তাদের স্বল্পমেয়াদি অপরিশোধিত তেলের চাহিদা মেটাতে স্পট-মার্কেটে ঝুঁকছে। সূত্র অনুযায়ী, রাষ্ট্রচালিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নতুন করে তেলের জন্য টেন্ডার জারি করেছে এবং ভারতের বৃহত্তম বেসরকারি শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্পট-মার্কেটে কেনাকাটা বাড়িয়েছে।

আরও পড়ুন-বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনের পাশেই বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

গত সপ্তাহে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের বর্তমান নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার দুটি বৃহত্তম তেল উৎপাদনকারী কোম্পানি— লুকঅয়েল এবং রোজনেফ্ট-এর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র।
তেল কেনাবেচা নিয়ে সাম্প্রতিক বিশ্ব-পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অশোধিত তেল সংগ্রহ প্রক্রিয়ার সাথে যুক্ত এক কর্মকর্তা জানান, বেশ কিছু চালান বাতিল করা হয়েছে, বিশেষ করে যেসব ব্যবসায়ীদের সাথে যুক্ত অনুমোদিত সংস্থাগুলির লেনদেন রয়েছে। তিনি আরও বলেন, কেউই চায় না তাদের পেমেন্ট আটকে যাক, কারণ ব্যাঙ্কগুলি কালো তালিকাভুক্ত কোম্পানিগুলির সাথে যুক্ত লেনদেন প্রক্রিয়া করবে না। অন্য একজন শোধনাগার নির্বাহী বলেছেন যে কোম্পানিগুলি নিষেধাজ্ঞা বহির্ভূত মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে তেল সংগ্রহ করতে পারে কি না তা দেখার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, যতক্ষণ না আমরা সরকার এবং সরবরাহকারীদের কাছ থেকে আরও স্পষ্টতা পাচ্ছি, ততক্ষণ নতুন করে কোনও অর্ডার দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন-সারান্ডার জঙ্গলে IED বিস্ফোরণে মৃত নাবালিকা

২০২২ সাল থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা রিলায়েন্স জানিয়েছে, তারা বিদ্যমান সরবরাহকারীদের সাথে সম্পর্ক বজায় রেখেও সব নিষেধাজ্ঞা মেনে চলবে। সর্বশেষ খবর অনুযায়ী, এই সংস্থাটি তাদের প্রধান রুশ অংশীদার রোজনেফ্ট থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে ভারত প্রতিদিন প্রায় ১.৯ মিলিয়ন ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে, যা রাশিয়ার মোট রফতানির প্রায় ৪০ শতাংশ। তবে সরবরাহ কঠোর হওয়া এবং ছাড় কমে যাওয়ায় এই প্রবাহ ইতিমধ্যেই মন্থর হয়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতের রুশ তেল আমদানি বছরে ৮.৪ শতাংশ কমে গেছে, এবং শোধনাগারগুলি এখন মধ্যপ্রাচ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনাকাটা বাড়িয়ে দিচ্ছে।

Latest article