ভারতীয় টাকার (Indian Rupee) দামে আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলারপ্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৯০.৩৮। মুদ্রা বাজার নিয়ে কাজ করা এক সংস্থার কর্তা জানান, বাণিজ্য চুক্তি নিয়ে চলা অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের চাপের কারণে ভারতীয় বাজারে দুশ্চিন্তা বেড়েছে। তবে বাণিজ্য আলোচনায় যদি ভালো কোনও খবর আসে, তাহলে বাজারে দ্রুত স্থিরতা ফিরতে পারে।
এদিকে চলতি বছরে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতীয় টাকার (Indian Rupee) অবস্থা সবচেয়ে খারাপ। বছরের শুরু থেকে এখন পর্যন্ত টাকার দাম কমেছে প্রায় ৫.৯৭ শতাংশ। অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুদ্রার দাম কমেছে ৩.৫৩ শতাংশ, ফিলিপিন্সের মুদ্রা কমেছে ১.৩৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার মুদ্রা কমেছে ০.৫৬ শতাংশ এবং হংকং ডলারে দাম কমেছে মাত্র ০.১৩ শতাংশ।
আরও পড়ুন- শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের
আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে। গোদের উপর বিষফোড়ার মতো যোগ হয়েছে বিশ্ব বাজারের টালমাটাল পরিস্থিতি। অর্থনীতিবিদদের একাংশের মতে টাকার পতন কোনও আশ্চর্য ঘটনা নয়। তবে পতনের গতি অপ্রত্যাশিত। বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুঁজি প্রত্যাহার অব্যাহত। এই সবেরই প্রভাব পড়েছে টাকায়।

