প্রতিবেদন : বিদেশে অকালে প্রাণ গেল আরও এক ভারতীয় পড়ুয়ার। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের (Toronto Universit) স্কারবরো ক্যাম্পাসের কাছে শিবাঙ্ক অবস্থি (২০) এক পড়ুয়াকে গুলি করে খুন করা হয়। তিনি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্কারবরো ক্যাম্পাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘটনার তদন্ত করছে। শিবাঙ্কের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ভারতের বিদেশমন্ত্রক। সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ।
এই নিয়ে কানাডাতে মোট এ-বছরে খুনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১- এ। গত সপ্তাহেই ভারতীয় তরুণী হিমাংশি খুরানার মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন- সো যা নেহিতো ECI আ জায়গা, SIR নিয়ে তুলোধনা তৃণমূলের

