একের পর এক ভারতীয় পড়ুয়া নিখোঁজের ঘটনা ঘটে চলেছে মার্কিন মুলুকে। আবারও ভারতীয় পড়ুয়া নিখোঁজ হওয়ার খবর মিলল আমেরিকায়। গত ৭ দিন ধরে সন্ধান মিলছে না নীতীশা কান্ডুলা (Nitheesha Kandula) নামে ভারতীয় পড়ুয়ার। মার্কিন পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় দেওয়ায় হয়েছে বিজ্ঞাপনও।
উচ্চশিক্ষার জন্য ভারত থেকে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন নীতীশা (Nitheesha Kandula)। ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সান বার্নার্দিনোর ছাত্রী ছিলেন তিনি। বিগত কয়েক বছর ধরে তিনি সেখানে থাকতেন। শেষ বার ২৩ বছরের ওই তরুণীকে দেখা গিয়েছিল গত ২৮ মে লস অ্যাঞ্জেলসে। তারপর থেকেই তিনি নিখোঁজ। এই নিয়ে তৃতীয় বার ঘটল আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিখোঁজ হওয়ার ঘটনা।
আরও পড়ুন- ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়
ক্যালিফর্নিয়া পুলিশ জানিয়েছে,নীতীশার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে ৩০ মে। তাঁর খোঁজ পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নিখোঁজ হওয়ার আগে তরুণী ক্যালিফর্নিয়ার নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ। এর আগে মে মাসে আমেরিকার শিকাগো এবং ক্লিভল্যান্ড শহর থেকে মার্চ মাসে নিখোঁজ হয়েছিলেন পড়ুয়ারা।