মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো (Chicago) শহরে এক ভারতীয় ছাত্রের উপর হামলা ও ছিনতাই করা হয়েছে। ঘটনাটি ৫ ফেব্রুয়ারি ঘটেছিল। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, এক ভারতীয় ছাত্রকে কিছু সশস্ত্র লোকদের ধাওয়া করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভারতীয় ছাত্রের নাম সৈয়দ মাজাহির আলী। তিনি ভারতের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা। তিনি শিকাগোর ইন্ডিয়ানা ওয়েসলিয়ান ইউনিভার্সিটি থেকে আইটি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করছেন।
আরও পড়ুন-মোদিরাজ্যে কুকুরের আক্রমণে ৪ বছরের মেয়ের মৃ.ত্যু
সূত্রের খবর, ঘটনার দিন আলী তার ওয়েস্ট রিজ অ্যাপার্টমেন্টে ফিরছিলেন। তিনি দেখেন কয়েকজন সন্দেহভাজন লোক তাকে অনুসরণ করছে। বিপদ বুঝে তিনি দৌড়ানোর চেষ্টা করে। ভিডিওতে দেখা গিয়েছে অন্তত তিনজন সশস্ত্র ব্যক্তি আলীকে ধাওয়া করছে। অবশেষে তারা তাকে ধরে ফেলে। হামলায় আলীর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করা হয় এবং তিনি গুরুতর জখম হন। হামলার পর আলীর পরিবার ভারত সরকারকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার কথা জানায়। তার স্ত্রী সৈয়দা রুকিয়া ফাতিমা রাজভি তার স্বামীর চিকিৎসার জন্য এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছেন।
আরও পড়ুন-কুয়েতের রহস্যজনক নৌকা গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে, আতঙ্ক মুম্বইতে
এই অবস্থায় শিকাগোতে ভারতীয় কনস্যুলেট জানিয়েছে যে তারা আলী এবং তার পরিবারের সাথে যোগাযোগ করছে এবং তারা সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। শুধু তাই নয়, কনস্যুলেট স্থানীয় কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছে যারা মামলাটি তদন্ত করছে।