নয়াদিল্লি : চিনে মেডিক্যাল পড়তে গিয়ে মৃত ভারতীয় ছাত্র আব্দুল শেখ। কোভিডে আক্রান্ত হয়ে সেদেশে তাঁর মৃত্যু হয়েছে। চিনে এই মুহূর্তে কোভিড সংক্রমণ লাগামছাড়া। শি জিনপিং প্রশাসন তথ্য চাপতে মরিয়া। এবার সেদেশেই কোভিডে প্রাণ হারালেন ভারতীয় ছাত্র। তামিলনাড়ুর বাসিন্দা ওই ছাত্রের পরিবার তাঁর দেহ ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছে। গত ৫ বছর ধরে চিনে ছিলেন তিনি। ইদানীং সেখানেই ইন্টার্নশিপ শুরু করেছিলেন আব্দুল শেখ। কিছুদিন আগে দেশে ফিরেছিলেন তিনি এবং গত ১১ ডিসেম্বর ফের চিনে ফিরে যান।
আরও পড়ুন-বিজেপি বিধায়কের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ জানিয়ে আত্মঘাতী
তামিলনাড়ুর গ্রামের বাড়ি থেকে ডিসেম্বরে এই মেডিক্যাল পড়ুয়া যখন চিনে ফেরেন তখন চিনের পরিস্থিতি ভয়ঙ্কর। তাই প্রোটোকল মেনে তাঁকে যেতে হয়েছিল ৮ দিনের বাধ্যতামূলক নিভৃতাবাসে। সেখানে থাকাকালীন কোভিড সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর সেখানেই মারা যান তিনি। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে আব্দুলের পরিবার। পাশাপাশি তামিলনাড়ু সরকারেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও এখনও বিদেশমন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন-বিকেল ৩টে থেকে রাত ৯টায় দুর্ঘটনা দেশে সবচেয়ে বেশি, কেন্দ্রের রিপোর্টে প্রকাশ
এদিকে, কাতারে আটকে রয়েছেন ভারতীয় নৌসেনার ৮ জন প্রাক্তন অফিসার। তাঁদের মুক্তির জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হয়েছে পরিবারগুলি। কেন্দ্রের কাছে তাঁদের আবেদন, দ্রুত ৮ জন নৌসেনা অফিসারের মুক্তির জন্য আলোচনা শুরু করুক মোদি সরকার। গত ৩০ অগাস্ট ৮ জন প্রাক্তন নৌসেনা আধিকারিককে গ্রেফতার করে জেলবন্দি করে রেখেছে কাতারের গোয়েন্দা সংস্থা।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…