যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন তামিলনাড়ুর পড়ুয়া। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের প্যারামিলিটারি ফোর্সে যোগ দিলেন কোয়েম্বাটুরের সাইনিকেশ রবিচন্দ্রন (Sainikesh Ravichandran)। সাইনিকেশ ২০১৮ সালে ইউক্রেনে পড়তে যান। ভর্তি হন খারকিভ শহরের ন্যাশনাল এরোস্পেস ইউনিভার্সিটিতে। চলতি বছরের জুলাই মাসে তাঁর কোর্স শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যুদ্ধ শুরু হওয়ায় সাইনিকেশের (Sainikesh Ravichandran) কোর্স শেষ হতে দেরি হবে বলে মনে হচ্ছে। রবিচন্দ্রনের পরিবারের সদস্যরা বলেন, আগে ভারতীয় সেনায় যোগ দেওয়ার আবেদন করেছিলেন রবিচন্দ্রন। কিন্তু খারিজ হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রবিচন্দ্রনের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁরা রবিচন্দ্রনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্যও ইউক্রেনের প্যারামিলিটারি ফোর্সে যোগ দিয়েছেন।