ফের কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া! অধরা অভিযুক্তরা

Must read

দুই ব্যক্তির সংঘর্ষের মধ্যে পড়ে কানাডায় প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার। মৃত ছাত্রীর নাম হরসিমরত রান্ধওয়া (Harsimrat Randhawa)। অন্টারিওর হ্যামিলটনে মোহক কলেজের পড়ুয়া ছিলেন তিনি। হরসিমরতের মৃত্যুতে টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ কলেজ শেষে বাসের জন্য জন্য অপেক্ষা করছিলেন হরসিমরত (Harsimrat Randhawa)। ওই রাস্তা দিয়েই গুলি চালাতে চালাতে যাচ্ছিলেন দুই গাড়িচালক। তখনই একটি গুলি এসে লাগে হরসিমতের বুকে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-নিরাপত্তা দিতে ব্যর্থ মোদি সরকার! ফের ৮টি আফ্রিকান চিতা আসছে ভারতে

ভারতের কনসুলেট জেনারেল জানিয়েছে, “হ্যামিলটনে ভারতীয় পড়ুয়া হরসিমরত রান্ধওয়ার মৃত্যুতে আমরা শোকাহত। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তারা জানিয়েছে, দুই ব্যক্তির সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রীর। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবরকম সাহায্য করা হবে।” তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা । অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ।

 

Latest article