কানাডায় মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ভারতীয় ট্রেনি পাইলটের

প্রসঙ্গত, শ্রীহরি প্রাইভেট পাইলট লাইসেন্স পেয়েছিলেন। এবার কমার্শিয়াল পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন।

Must read

মাঝ আকাশে প্রশিক্ষণ চলাকালীন দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভারতীয় ট্রেনি পাইলট-সহ ২ জনের। মৃতরা দু’জনেই পাইলট হওয়ার জন্য এদিন প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক অফ এবং ল্যান্ডিং কীভাবে করা হয় সেই ট্রেনিংয়ের সময়ে মঙ্গলবার কানাডার (Canada) মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে এই ঘটনা ঘটে। মৃত তরুণ শ্রীহরি সুখেশ (২১) কেরলের বাসিন্দা। তিনি কোচি থেকে কানাডায় গিয়েছিলেন পাইলট হওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য। এদিনের দুর্ঘটনায় মারা গিয়েছেন আরও একজন ছাত্র পাইলট, সাভানা মে রোয়েস (২০)। তিনি কানাডার নাগরিক। ভারতীয় কনসুলেট এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছে, ”শ্রীহরি সুখেশের মৃত্যুর খবরে আমরা শোকাহত। তাঁর পরিবার, বিমান প্রশিক্ষণ কেন্দ্র এবং পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তাঁদের সবরকম সাহায্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” কিন্তু প্রশ্ন উঠছে, পাইলট প্রশিক্ষণের ক্ষেত্রে এতটা গাফিলতি কী করে হল? দুইজন ট্রেনি পাইলটকে কেন আগে থেকেই যথেষ্ট সতর্ক করা হল না।

আরও পড়ুন-”ভাল করে জল ঢেলে নিরাপদে ফিরে আসুন”, তারকেশ্বরে শ্রাবনী মেলা উপলক্ষে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

হার্ভস এয়ার স্কুলের প্রেসিডেন্ট অ্যাডাম পেনার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দু’জনেই স্মল সেসনা সিঙ্গেল ইঞ্জিন নামের ছোট বিমান চালাচ্ছিলেন। তাঁরা টেকঅফ এবং ল্যান্ডিংয়ের অনুশীলন করছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু’জনেই একসঙ্গে রানওয়ে ছোঁয়ার চেষ্টা করছিলেন। তাঁরা একে অপরকে দেখতে না পেয়ে মাঝ আকাশেই ধাক্কা লাগে। দু’টি বিমানেই রেডিও ছিল তবে যোগাযোগ হয়নি বলে মনে করা হচ্ছে। তবে বিমানে কোনও যাত্রী ছিলেন না। ঘটনাস্থলে দু’জন পাইলটকেই মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও পড়ুন-কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, রিপোর্ট দেওয়ার নির্দেশ

প্রসঙ্গত, শ্রীহরি প্রাইভেট পাইলট লাইসেন্স পেয়েছিলেন। এবার কমার্শিয়াল পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। এই বিমান স্কুলে প্রতিবছর প্রায় ৪০০ ছাত্র পাইলট প্রশিক্ষণ নেন। পৃথিবীর নানা দেশ থেকে ছাত্রছাত্রীরা বিমান ওড়ানো শেখেন এই প্রশিক্ষণ কেন্দ্রে। তবে এর আগে এমন মর্মান্তিক ঘটনা কখনও ঘটেনি।

 

Latest article