ঝাড়খণ্ডের (Jharkhand) এক যুবক কাজের দৌলতে সৌদি আরব গিয়েছিলেন কিন্তু মুহূর্তেই গোটা পরিবারের জীবনে ঘনিয়ে এল বিপদ। পুলিশ এবং দুষ্কৃতীদের সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে ২৬ বছরের বিজয়কুমার মাহাতোর। সূত্রের খবর, বিজয় গিরিডি জেলার ডুমরি ব্লকের মাধগোপালি পঞ্চায়েতের দুধপানিয়া গ্রামের বাসিন্দা। ঝাড়খণ্ডের শ্রম বিভাগের তরফে শুক্রবার জানানো হয়েছে গত ১৬ অক্টোবর জেড্ডায় একটি গুলির লড়াইয়ে মাঝে পড়ে গিয়ে মৃত্যু হয় বিজয়ের। তাঁর দেহ ডুমরি এলাকায় ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করা হয়েছে।
আরও পড়ুন-ভারত-চিন সীমান্তে তুষারপাত, সতর্কতা জারি সিকিমে
শ্রম দপ্তরের পরিযায়ী শ্রমিক নিয়ন্ত্রক সেলের আধিকারিক এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন, গিরিডি থেকে সৌদি আরবে এক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরিয়ে আনার অনুরোধ আসে। সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই শ্রমিকের দেহ তাঁর নিজের গ্রামে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। জেড্ডার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, গত ন’মাস ধরে একটি বেসরকারি কোম্পানিতে টাওয়ার লাইন ফিটার হিসেবে কাজ করছিলেন বিজয়। ১৬ অক্টোবর তাঁর স্ত্রী বাসন্তী দেবীকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বিজয়। সেখানে তিনি জনান, পুলিশ এবং দুষ্কৃতীদের গুলির লড়াইয়ের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। শ্বশুরবাড়ির লোকজনকে এই কথা জানান বাসন্তী দেবী। বিজয়ের চিকিৎসা চলছে বলেও জানান তাঁর স্ত্রী। গত ২৪ অক্টোবর, যে সংস্থায় বিজয় কাজ করতেন তাদের তরফ থেকে বিজয়ের মৃত্যুর খবর জানিয়ে একটি ফোন আসে পরিবারের কাছে।
আরও পড়ুন-
বিষয়টি জানতে পেরে শ্রম দপ্তর এবং গিরিডির জেলা প্রশাসনে কাছে বিজয়ের দেহ ফিরিয়ে আনার জন্য অনুরোধ করা হয়েছে। সুষ্ঠু তাই নয়, এই পরিবার যাতে সৌদি আরবের ওই সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ পায় সেই বিষয়টিও নিশ্চিত করতে আবেদন জানানো হয়েছে।

