আন্তর্জাতিক

উত্তাল ভেনেজুয়েলা-ইরানে ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ, করা হচ্ছে যোগাযোগ

ভেনেজুয়েলা (venezuela) এবং ইরানের পরিস্থিতি অত্যন্ত খারাপ। মূল্যবৃদ্ধি নিয়ে চলা আন্দোলনে উত্তাল ইরান। সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন দেশবাসী। এদিকে ভেনেজুয়েলায় আমেরিকা বিমান হামলা চালানোর পরই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন ডেল্টা বাহিনী। বিমান হামলায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং বিদ্যুৎ গ্রিড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে ইরান এবং ভেনেজুয়েলা দুই দেশেই হাজার হাজার ভারতীয় আটকে পড়েছেন। ভারত সকল নাগরিকদের উদ্ধার করার জন্য এবং কীভাবে সেখানে নিজেদের সুরক্ষিত রাখা যায় তা নির্দেশিকা জারি করে বাতলে দিয়েছে।

ভারতীয় ছাত্র সংগঠনগুলি এবং ভারতীয় পড়ুয়ারা ইরানে হাজার হাজার শিক্ষার্থীর সুরক্ষার্থে ভারত সরকারের কাছে জরুরি আবেদন জানিয়েছেন। প্রায় ৩,০০০ ভারতীয় ডাক্তারি পড়ুয়া ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তাঁদের মধ্যে ২,০০০ জনই কাশ্মীরের বাসিন্দা। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (জেকেএসএ) শুক্রবার প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখে ভারতীয় পড়ুয়াদের, বিশেষ করে কাশ্মীরের শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষার জন্য “জরুরি ও তাৎক্ষণিক হস্তক্ষেপের” অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন- কারাকাসে বোমাবর্ষণ বন্দি সস্ত্রীক প্রেসিডেন্ট

এদিকে কারাকাসে তুলনামূলকভাবে কম সংখ্যক ভারতীয় অভিবাসী থাকেন। ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় (venezuela) বসবাসকারী ভারতীয়দের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন। এর মাধ্যমেই সব নির্দেশ সকলকে জানানো হয়েছে,”ভেনেজুয়েলার এই পরিস্থিতিতে ভারত জানিয়েছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। আমরা উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারত ভেনিজুয়েলার জনগণের মঙ্গল ও নিরাপত্তার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাই, যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হয়।
কারাকাসে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।”

বিদেশমন্ত্রক জানিয়েছে,”ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয় নাগরিকদের ভেনেজুয়েলায় সব ধরনের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেকোনো কারণে ভেনেজুয়েলায় থাকা সকল ভারতীয়কে সতর্কতা অবলম্বন করার, তাদের চলাচল সীমিত করার এবং তাদের ইমেল আইডির মাধ্যমে কারাকাসে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিদেশমন্ত্রকের প্রকাশিত মেল আইডি হল cons.caracas@mea.gov.in, এবং ফোন নম্বর +58-412-9584288।”

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago