নয়াদিল্লি : ভারত জুড়ে অবস্থিত প্রায় ৩,৭০০টি বড় বাঁধ ২০৫০ সালের মধ্যে পলি জমার কারণে মূল ধারণ ক্ষমতার ২৬ শতাংশ হারাতে পারে৷ বিশ্বজুড়ে বাঁধগুলির সংরক্ষণ ক্ষমতাও ২৫ শতাংশ কমে যাবে। রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত কানাডার ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ-এর এক সমীক্ষায় এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষায় ১৫০টি দেশের ৪৭,০০০ টিরও বেশি বাঁধের তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে।
আরও পড়ুন-যুবদিবসে তৃণমূলের মহামিছিল
রিপোর্টে বলা হয়েছে, বাঁধগুলির মূল ক্ষমতার ১৬ শতাংশ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ভারত ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ২০৫০ সালের মধ্যে ৩৪ শতাংশ ক্ষতির সম্মুখীন হবে, ব্রাজিলের ২৩ শতাংশ এবং চিন তার মূল ক্ষমতার প্রায় ২০ শতাংশ হারাতে পারে।রাষ্ট্রসঙ্ঘের গবেষণায় সতর্ক করা হয়েছে, আটকে পড়া পলি ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার বড় বাঁধ লুট করে নিয়েছে যা তাদের সম্মিলিত মূল সঞ্চয় ক্ষমতার আনুমানিক ১৩ শতাংশ থেকে ১৯ শতাংশ। সংস্থাটি ১৫০টি দেশের বড় বাঁধগুলির পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়েছে। ভারতের কেন্দ্রীয় জল কমিশন ২০১৫ সালে রিপোর্ট করেছিল যে ৫০ বছরের বেশি পুরনো ১৪১টি বড় জলাধারের মধ্যে এক চতুর্থাংশ ইতিমধ্যে তাদের প্রাথমিক সঞ্চয় ক্ষমতার কমপক্ষে ৩০ শতাংশ হারিয়েছে। বর্তমান সমীক্ষাও ভবিষ্যতের জন্য আশঙ্কার পূর্বাভাস দিল।