বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় জয় ভারতের

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিল ভারত। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে বৈভব সূর্যবংশীরা ১৮ রানে জয় ছিনিয়ে নিলেন

Must read

বুলাওয়াও, ১৭ জানুয়ারি : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিল ভারত। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে বৈভব সূর্যবংশীরা ১৮ রানে জয় ছিনিয়ে নিলেন। শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। বৃষ্টিতে ম্যাচ একাধিকবার বন্ধ হয়ে যাচ্ছিল। অবশেষে খেলা যখন ফের শুরু হয়, তখন জেতার জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। ওই সময় বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৯০। অর্থাৎ জেতার জন্য দরকার ছিল মাত্র ৭৫ রানের। হাতে ছিল ৭০ বল ও ৮ উইকেট। কিন্তু বাংলাদেশ ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায়। তাদের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ২২ রানে! ব্যাটে ব্যর্থ (৭ রান) হলেও, বল হাতে ৪ উইকেট ও দুটি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা বিহান মালহোত্রা। অসাধারণ একটা ক্যাচ নেন বৈভবও।

আরও পড়ুন-দিনের কবিতা

ভারত-বাংলাদেশ সাম্প্রতিক উত্তেজনার আঁচ পড়েছিল এই ম্যাচেও। এদিন টস করতে এসেছিলেন বাংলাদেশের সহকারী অধিনায়ক জাওয়াদ আরবার। টস জিতে তিনি ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গে হাত না মিলিয়ে সোজা সঞ্চালকের দিকে এগিয়ে যান। করমর্দনের চেষ্টা করেননি আয়ুষও। টস হেরে ব্যাট করতে নেমে, শুরুতেই জোড়া উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। তবে বৈভব এবং অভিজ্ঞান কুণ্ডুর হাফ সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে সম্মানজনক রান তুলতে পেরেছিল ভারতীয় যুব দল। ৬৭ বলে ৬টি চার ও ৩টি ছয় মেরে ৭২ রান করে আউট হন বৈভব। অন্যদিকে, ১১২ বলে ৮০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন অভিজ্ঞান। এই ম্যাচেই যুব একদিনের ক্রিকেটে বিরাট কোহলির রান টপকে গেলেন বৈভব। ২৮ ম্যাচে বিরাট করেছিলেন ৯৭৮ রান। এদিনের পর, ২০ ম্যাচে বৈভবের রান হল ১০৪৭।

Latest article