ময়মনসিংহ-কাণ্ডে ন্যায়বিচার চাই, প্রথম প্রতিক্রিয়া ভারতের

এরই পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন, যে কোনও বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

Must read

নয়াদিল্লি : বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহ জেলায় দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের বিচারের দাবি জানাল ভারত। স্থানীয় একটি কারখানার শ্রমিক ২৭ বছরের ওই যুবককে বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করে একদল উত্তেজিত জনতা। এবার সেই হত্যাকাণ্ডেরই বিচার চাইল ভারত। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এই প্রথম বিবৃতিও দিল নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাঁদের জানানো হয়েছে তা। দীপুর নৃশংস হত্যাকাণ্ড বিচারের আওতায় আনতে হবে। ভারত সেই আবেদন জানিয়েছে।

আরও পড়ুন-তীব্র নিন্দা তৃণমূলের

এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণধীর জানিয়েছেন, বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশের মধ্যে আমরা ভুয়ো প্রচার দেখতে পাচ্ছি। কিন্তু আসল ঘটনা হল, শনিবার নয়াদিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দীপুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। স্লোগানও দেন। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার দাবি তোলেন তাঁরা। বাংলাদেশ দূতাবাসে জোর করে ঢুকতে চেষ্টা করার কোনও ঘটনা ঘটেনি আদৌ। পুলিশ কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। প্রকাশ্যেই রয়েছে এই ফুটেজ।
এরই পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন, যে কোনও বিদেশি প্রতিষ্ঠানের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

Latest article