ট্রাম্পের শুল্ক-হুমকির জেরে বাতিল ভারতের ‘গুগল ট্যাক্স’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুমকি বিশ্বের অনেক দেশকে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে

Must read

প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুমকি বিশ্বের অনেক দেশকে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। এই প্রভাব থেকে মুক্ত নয় ভারতও। সম্প্রতি শুল্ক-হুমকির প্রতিক্রিয়া হিসেবে ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আর তা হল, আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০২৫ সালের ১ এপ্রিল থেকে বিদেশি প্রযুক্তি সংস্থাগুলির উপর আরোপিত ৬ শতাংশের সমতাকরণ কর, যা ‘গুগল ট্যাক্স’ নামে পরিচিত, তা বাতিল করা হবে। এই পদক্ষেপ ভারতের ডিজিটাল কর ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মত ওয়াকিবহল মহলের। এর ফলে আগামী দিনে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নতুন দিশা দেখতে পারে।

আরও পড়ুন-রাজনৈতিক উদ্দেশ্যে পক্ষপাতদুষ্ট মার্কিন রিপোর্টকে নস্যাৎ করল দিল্লি, ভারতের গুপ্তচর সংস্থাকে নিষিদ্ধ করার সুপারিশ

২০১৬ সালে মোদির জমানাতেই ভারত সরকার এই ৬ শতাংশ সমতাকরণ কর চালু করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারতে উল্লেখযোগ্য আয় অর্জনকারী বিদেশি ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি—যেমন গুগল, মেটা এবং অন্যান্য কয়েকটি সংস্থা থেকে ন্যায্য কর আদায় করা। দেশীয় কোম্পানিগুলি আয়কর প্রদান করলেও বিদেশি প্রযুক্তি সংস্থাগুলি প্রচলিত আন্তর্জাতিক করনীতির কারণে সরাসরি করের আওতায় পড়ত না। ফলে দেশীয় ও বিদেশি সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতার সমতা বজায় রাখতে এই কর আরোপ করা হয়েছিল। এই করের আওতায় বিদেশি সংস্থাগুলিকে ভারতীয় ব্যবসার কাছ থেকে অনলাইন বিজ্ঞাপনের আয়ের ওপর ৬ শতাংশ কর ধরে রেখে সরকারের কাছে জমা দিতে হত। যদিও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বারবার এই করকে ‘বৈষম্যমূলক’ বলে সমালোচনা করে এসেছে। এবার ট্রাম্প প্রশাসনের হুমকিতেই সেই কর তুলে নিচ্ছে কেন্দ্র।

Latest article