১১ বছরের খরা কাটিয়ে রুদ্ধশ্বাস জয় ভারতের, ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া

দায়িত্বভার গ্রহণ করেন বিরাট কোহলি। এদিন টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

Must read

টি ২০ বিশ্বকাপ (T20 Worldcup) জিতল ভারত (India)। আশা যখন একেবারেই তলানিতে সেই সময়ে ২০ তম ওভারে ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ নিলেন সূর্যকুমার যাদব। অবিশ্বাস্য ও অভাবনীয় একটি ক্যাচ যা খেলার মোড় ঘুরিয়ে দিল। টানটান উত্তেজনায় ফুটছে দেশ। বলাই যায় এই ক্যাচটার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ১১ বছরের খরা কাটিয়ে আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া। দুর্দান্ত খেললেও মুহূর্তের অসতর্কতায় রান আউট হয়েছিলেন অক্ষর প্যাটেল। ১৪তম ওভারে বল করতে এসেছিলেন কাগিসো রাবাদা। তাঁর ওভারে প্রথম বলে ছক্কা মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান অক্ষর প্যাটেল। তবে ১৩.৩ ওভারে দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হন তিনি। ছন্দ হারায় ভারত। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয়। ৩১ বলে ৪৭ রান করে ফিরতে হয় অক্ষরকে।

আরও পড়ুন-পুনর্বাসন ছাড়াই অমানবিক রেলের উচ্ছেদ অভিযানে বাধা হল মানুষ

দায়িত্বভার গ্রহণ করেন বিরাট কোহলি। এদিন টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। ওপেন করতে নামেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রথম ওভারে দুর্দান্ত শুরু করে বিরাট। গত সাতটা ম্যাচের উল্টো পারফরম্যান্স দেখালেন আজ কোহলি। রোহিত শর্মা মাত্র নয় রান করে আউট হলেও বিরাট কোহলি হাল ধরলেন । পাওয়ার প্লে-তে ভারত তিনটে উইকেট হারায়। রোহিতের পর ফেরেন পন্থ। তিনি যদিও খাতা খুলতে পারেননি। এরপর সূর্যকমার যাদব আউট হন মাত্র তিন রান করে। ৩৪ রানে তিন উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছিল টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল ও রোহিত শর্মা জুটি মোড় ঘোরালেন। বিরাট কোহলি করেন ৫৯ বলে ৭৬ রান। পরপর দুটো ওভারে বড় রান তুলে তিনি দলকে বড় রানের দিকে নিয়ে যান।

আরও পড়ুন-হাতে ৭ দিন, নাওয়াখাওয়া ভুলেছেন কাটোয়ার রথ গড়ার কারিগরেরা

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম সাফল্য ঝুলিতে ভরেন জসপ্রীত বুমরাহ। রেজা হেনড্রিকসকে বোল্ড করেন তিনি। ১২ রানের মাথায় আউট হন এইডেন মারক্রাম। এদিন শেষ বলে ম্যাচ জিতে নেয় ভারত। সাত রানে এবারের বিশ্বকাপ ফাইনাল জিতল টিম ইন্ডিয়া।

Latest article