আবুধাবিতে উইলিয়ামসনরা জিতলেই ভারতের আশা শেষ

Must read

আবুধাবি, ৬ নভেম্বর : জিতলেই সেমিফাইনালে টিকিট পাকা। কিন্তু হারলে তাকিয়ে থাকতে হবে ভারত বনাম নামিবিয়া ম্যাচের ফলে দিকে। এই পরিস্থিতিতে রবিবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন কেন উইলিয়ামসনরা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দু’নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের পয়েন্ট ৪ ম্যাচে ৪। এদিকে আফগানরাও সেমিফাইনালের দৌড়ে রয়েছে। তারা ৪ ম্যাচে পেয়েছে ৪ পয়েন্ট। রবিবার যদি রশিদ খানরা নিউজিল্যান্ডকে হারিয়ে দেন, তাহলে আফগানিস্তানও শেষ চারের প্রবল দাবিদার হয়ে উঠবে।

আরও পড়ুন : ফল বিক্রি করে ডাক্তারিতে

আফগান লেগস্পিনার রশিদ তো আগাম জানিয়ে দিয়েছেন, এই ম্যাচটা তাঁদের কাজে ডু অর ডাই ম্যাচ। বিরাট কোহলিরাও তাকিয়ে রয়েছেন রবিবারের ম্যাচের দিকে। ক্রিকেট মহল আবার মনে করছে, টানা দুটো ম্যাচ বড় ব্যবধানে জিতে উইলিয়ামসন বাহিনীকে চেপে ফেলে দিয়েছেন বিরাটরা। কারণ নেট রানরেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তান, দুটো দলকেই পিছনে ফেলে দিয়েছে ভারত।
যদিও এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের বক্তব্য, “এই ম্যাচ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তবে আমরা নিজেদের ফোকাস ঠিক রাখছি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই জানতাম সেমিফাইনালের টিকিট পেতে গেলে ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও একটা ম্যাচ জিততে হবে।” নিশাম আরও বলেন, “আমরা এই মুহূর্তে আফগানিস্তান ম্যাচে ফোকাস রাখতে চাই। নেট রানরেট নিয়ে ভাবতে চাই না। কারণ জিতলেই সেমিফাইনালে চলে যাব।” এদিকে, টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে খেলার জন্য মরিয়া আফগানরাও। যেভাবে হোক রবিবার জিততে চান রশিদরা। গোটা ভারতও এই ম্যাচে আফগানদের জয় দেখতে চায়।

Latest article