ধনকড়ের বিরুদ্ধে ইন্ডিয়ার অনাস্থা

এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের এক বর্ষীয়ান সাংসদের দাবি, ধনকড় প্রমাণ করেছেন, বিজেপি সাংসদদের থেকেও সরকারের প্রতি তাঁর আনুগত্য বেশি৷

Must read

প্রতিবেদন : রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে মঙ্গলবার সচিবালয়ে চিঠি দিল বিরোধী শিবির৷ সংসদীয় সূত্রের খবর, চিঠিতে স্বাক্ষর করেছেন বিরোধী ইন্ডিয়া জোটের (India alliance) ৬০ জন সাংসদ৷ ভারতীয় সংবিধানের আর্টিকেল ৬৭(বি)-র ভিত্তিতে তৈরি হয়েছে এই চিঠি৷ সংসদের নিয়ম অনুযায়ী, এই চিঠি পেশের ১৪ দিন পর সংসদ কক্ষে অনাস্থা প্রস্তাব পেশ করা যেতে পারে৷ যেহেতু তার আগেই চলতি শীতকালীন অধিবেশনের মেয়াদ শেষ হয়ে যাবে, তাই বিরোধী সাংসদদের অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষে বাজেট অধিবেশন পর্যন্ত৷ যে পদ্ধতিতে চেয়ারম্যান জগদীপ ধনকড় রাজ্যসভা পরিচালনা করেছেন, যেভাবে তিনি বিরোধীদের কণ্ঠরোধ করেছেন, দিনের পর দিন সরকারের হয়ে পক্ষপাতিত্ব করেছেন, তার পরে ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা ছাড়া অন্য কোনও পথ নেই বলে মঙ্গলবার নয়াদিল্লিতে বিরোধী শিবির সূত্রে জানানো হয়েছে৷

আরও পড়ুন-স্কুলছুটে দেশে শীর্ষে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ

এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের এক বর্ষীয়ান সাংসদের দাবি, ধনকড় প্রমাণ করেছেন, বিজেপি সাংসদদের থেকেও সরকারের প্রতি তাঁর আনুগত্য বেশি৷ রাজ্যসভার চেয়ারম্যানের চেয়ারে বসে জুলাই মাসেই জগদীপ ধনকড় বলেছিলেন, তিনি সংঘ পরিবারের একলব্য৷ কীভাবে তিনি আরএসএসের হয়ে কাজ করেছেন, তা নিজেই জানিয়েছিলেন ধনকড়৷ এরপর তাঁর পক্ষপাতিত্ব নিয়ে আর কোনও প্রশ্ন থাকতে পারে না বলে দাবি বিরোধী শিবিরের৷ তাই রাজ্যসভার চেয়ারম্যানের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একজোট হয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদেরা৷ ইতিহাসের পাতায় তাঁদের এই প্রতিবাদ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে দাবি বিরোধী শিবিরের।

Latest article